![](https://www.barendradut.com/wp-content/uploads/2023/06/B-NEws-Scaut.jpg)
প্রধান অতিথি ফাদার দিলীপ এস কস্তা তার বক্তব্যে বলেন,” দেশের একজন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। স্কাউট হলো অন্যের সেবায় নিয়োজিত। দেশের সেবা করার জন্য তোমরা সকলের আগে এগিয়ে যাবে এবং যারা স্কাউট করে তারা সুস্থ দেহ ও মনের অধিকারী হয়। যারা স্কাউট করে তারা অনেক ঝুঁকিপূর্ণ কাজে সকলের আগে এগিয়ে আসে। আজকের দিনের কর্মসূচি সুন্দর হোক এই কামনা করি। “
অধ্যক্ষ মহোদয় তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,“তোমরা বিদ্যালয়ের অভ্যন্তরে বড় একটি শক্তি। তোমরা অভ্যন্তরীন এবং বাহ্যিক দুই দিক থেকেই প্রতিষ্ঠানের জন্য ও অন্যের জন্য কাজ করবে। প্রতিষ্ঠানের ভিতরে তোমাদের দায়িত্ব হবে সকলের আগে এগিয়ে আসা। “
মাধ্যমিক শাখার ইনচার্জ ফাদার পিউস গমেজ বলেন,” সেন্ট যোসেফস্ এর স্কাউট তোমরা সবসময় মনে রাখবা তোমরাই সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের সৌন্দর্য, মানবিক মূল্যবোধে সমৃদ্ধ। তোমরা হলে সেবা করার শক্তি, তোমরা প্রতিটি প্রয়োজনে স্বেচ্ছাসেবক এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে অগ্রগামী।
পরে স্কাউটের সদস্যদের স্কাউট সম্পর্কিত যাবতীয় বিষয়ে ধারনা ও প্রশিক্ষণ প্রদান করেন নাটোর জেলার স্কাউট প্রশিক্ষকগণ এবং তাদের সহায়তা দান করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। দিনের কর্মসূচিতে ছিল হাইকিং যা স্কাউটিং এর আউটিং কার্যক্রমের অন্যতম। যার মাধ্যমে স্কাউটের সদস্যরা বনপাড়া ধর্মপল্লীতে পরিভ্রমণের মধ্য দিয়ে রাস্তার মানচিত্র ও ভ্রমণ সম্পর্কিত রিপোর্ট দলনেতার কাছে উপস্থাপন করে।
পরিশেষে বিকাল ৫.০০ টায় আনন্দ বিনোদন ও সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্কাউট ডে ক্যাম্পের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও
Please follow and like us: