গত ২৯ শে জুন সাধু পিতর সেমিনারীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ইংরেজি ভাষা দিয়ে বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল- Spirituality is better than Intellectuality to be a priest today. একইদিনে Guidelines of Formation For Saint Peter’s Seminary নামক একটি গাইড লাইন বই প্রকাশ করা হয়। এই বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল জয়লাভ করে। বিতর্ক প্রতিযোগিতা এবং সেমিনারীর বই উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ফাদার সাগর কোড়াইয়া, বিচারক মণ্ডলিগণ ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, চ্যাঞ্চেলর ফাদার প্রেমু তার্সিশিউস রোজারিও, মুশরইল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার উইলিয়াম মুর্মু এবং সময় নির্ধারক হিসেবে ছিলেন ফাদার জেমস শ্যামল গমেজ । এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্য ফাদার, সিস্টার, এবং সেমিনারীয়ানবৃন্দসহ মোট ১৯ জন উপস্থিত ছিল।
বিতর্ক প্রতিযোগিতা শেষে Guidelines Of Formation For Saint Peter’s Seminary নামক বইটি বিশপ জের্ভাস রোজারিও উদ্বোধন করেন এবং তিনি সেমিনারীয়ানদের সেমিনারীর নিয়ম কানুন সঠিক ভাবে পালন করতে অনুপ্রাণিত করেন। তিনি বিতর্ক প্রতিযোগিতার বিষয়ে বলেন- বর্তমান যুগে যাজকদের Spiritual এবং Intelligent দু’ই হতে হবে।
এই অনুষ্ঠানের আয়োজক সাধু পিতর সেমিনারীর পরিচালক ফাদার: বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডী । তিনি বলেন- মন-প্রাণ দিয়ে কোন কিছু করার চেষ্টা করলে সবই সম্ভব বলে আমি মনে করি। তাই, আমি সেমিনারীয়াদেরকে উৎসাহ-উদ্দীপনা দিতে চাই এই বলে যে, তোমরা সবকিছু উৎসাহ-উদ্দীপনা নিয়ে চেষ্টা কর দেখবে অবশ্যই সফলকাম হচ্ছো।
বরেন্দ্রদূত রিপোর্টার : আইনালিউস হাঁসদা