গত ৩০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সিবিসিবি সেন্টার, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকায় বাংলাদেশ সান্তাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিএসডিও) এর উদ্যোগে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬৮তম ঐতিহাসিক মহান সাঁওতাল হুল দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিএসডিও এর সভাপতি শ্রদ্ধেয় ফাদার আন্তনী হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ সেবাষ্টিয়ান টুডু, ডিডি, দিনাজপুর ধর্মপ্রদেশ, বিশেষ অতিথি: পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ডিডি, রাজশাহী ধর্মপ্রদেশ, এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দগণ হলেন: জনাব নির্মল রোজারিও, প্রেসিডেন্ট, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, জনাব সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, রেভা. বার্নাবাস হেম্ব্রম, মিশন কো-অডিনেটর, বাংলাদেশ ব্যাপ্তিস্ট চার্চ সংঘ, জনাব হেমন্ত কোড়াইয়া, প্রেসিডেন্ট, দি-খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. ঢাকা, জনাব তার্সিসিউস পালমা, সভাপতি- উত্তরবঙ্গ বহুমূখী সমবায় সমিতি, শ্রদ্ধেয় ফাদার ফ্রাসিন্স মূর্মু, আবাসিক প্রফেসর, মেজর সেমিনারী, বনানী, ঢাকা, শ্রদ্ধেয় ফাদার এলিয়াস হেম্ব্রম, সিএসসি এবং ঢাকা শহরে অবস্থানরত ৭০০ জন (প্রায়) সান্তাল ভাই-বোন।
কর্মসূচির শুরুতে সকাল ১০:০০ ঘটিকায় সিবিসিবি ভবনের সামনে বিশপ মহোদয় সেবাষ্টিয়ান টুডু, বিশপ মহোদয় জের্ভাস রোজারিও এবং অতিথিবৃন্দগণকে সান্তালী নাচ ও গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়, পরে পাঁ ধোঁয়ানো হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সকলে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে শহীদ সিধু, কানু, চাঁদ ও ভৈরব, ফুল ও ঝানু স্মরণে- তাদের স্মৃতি স্তম্ভে ফুল প্রদান করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সান্তাল শহীদ বীরদের আত্মার কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
আলোচনা সভা শুরুতে শ্রদ্ধেয় ফাদার আন্তনী হাঁসদা, সভাপতি (বিএসডিও) উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। তিনি বিশেষভাবে বলেন, “সান্তালী হুল এর অর্থ নিজ অধিকার আদায়ের জন্য সংগ্রাম বা আন্দোলন। যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সিধু-কানু, চাঁদ ও ভৈরব।”প্রধান অতিথি বিশপ সেবাষ্টিয়ান টুডু তাঁর বক্তব্যে হুল দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য সকলের মাঝে তুলে ধরেন। বিশেষ অতিথি বিশপ জের্ভাস রোজারিও বলেন, “এখানে কাউকে দেখে বুঝা যায় না যে এখানে সবাই সান্তাল; কারণ নিজস্ব পোষাক কেউ পরিধান করেনি। তিনি বিশেষভাবে বলেন, সবাইকে সান্তাল ভাষা, কৃষ্টি-সংস্কৃতি চর্চা করতে হবে এক্ষেত্রে পিতা-মাতাদের ভূমিকাই প্রধান।”
মধ্যাহ্নভোজের পরে সকলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে বিএসডিও এর সভাপতি- ফাদার আন্তনী হাঁসদা অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন ও সার্থক করার জন্য আবারও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে লটারী-ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার আন্তনী হাঁসদা