পিতা-মাতা সন্তান জন্মদানের মাধ্যমে ঈশ্বরের সৃষ্টির কাজে সহায়তা করেন। একজন সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে পিতা-মাতার এই মহান দায়িত্ব পূর্ণতা পায় বলে ফাদার উইলিয়াম মুর্মু সোনাডাইং গ্রামে পিতা-মাতাদের অর্ধদিবসব্যাপী সেমিনারে উল্লেখ করেন। রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন, রাজাবাড়ির সহায়তায় আন্ধারকোঠা ধর্মপল্লীর অধীনস্থ ৬টি গ্রামের ১৭০ জন পিতা-মাতার অংশগ্রহণে “সন্তানদের জীবনে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় পিতা-মাতার ভূমিকা” মূলভাবের উপর ভিত্তি করে ২ জুলাই অর্ধদিবসব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

রবিবাসরীয় খ্রিস্টযাগের মধ্যদিয়ে সেমিনার শুরু হয়। খ্রিস্টযাগের পর ন্যায় ও শান্তি কমিশনের সমন্বয়কারী ফাদার সাগর কোড়াইয়া, ওয়ার্ল্ড ভিশন, রাজাবাড়ির প্রোগ্রাম অফিসার মিল্টন রোজারিও ও ফাদার উইলিয়াম মুর্মু সেমিনারে উপস্থিত অভিভাবকদের পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ করেন।

উদ্বোধনী বক্তব্যে সমন্বয়কারী ফাদার সাগর কোড়াইয়া রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের পরিচয়, ডেস্কভিত্তিক বিভিন্ন কাজ ও শিশুদের শান্তি-ন্যায্যতা প্রতিষ্ঠায় পিতা-মাতার করণীয় বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম ও শিশু সুরক্ষায় পিতা-মাতা কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সহভাগিতা করেন ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার মিল্টন রোজারিও।

ফাদার উইলিয়াম মুর্মু মাণ্ডলিক শিক্ষা ও আইনে সন্তানদের গঠনদান বিষয়ে সহভাগিতায় বলেন, বিবাহ সাক্রামেন্তের মাধ্যমে সন্তান লালন পালনের প্রতিজ্ঞা দম্পতি গ্রহণ করেন। প্রত্যেক পিতা-মাতাকে সন্তান গঠনের জন্য স্বপ্ন লালন করতে হয়।

সাঁন্তালী সামাজিক শিক্ষায় সন্তানদের গঠনদান বিষয়ে আলোচনা করেন সুশীল টুডু। সান্তাল সমাজের সন্তান গঠনের প্রতিবন্ধকতা, এর সমাধান ও সন্তানকে শিক্ষা-সচেতনতা দান বিষয়ে আলোকপাত করেন। পরিবার থেকে বিভিন্ন বোর্ডিং, সেমিনারী ও গঠনগৃহে সন্তানদের শিক্ষার সুযোগ তৈরী করতে পারলে পরিবার, সমাজ ও মণ্ডলির জন্য সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তুলা যাবে বলে তিনি জানান।

অর্ধদিবসব্যাপী পিতা-মাতাদের এই সেমিনার সাঁন্তাল সমাজে সন্তানদের গঠনদানে সহায়তা করবে বলে জানান অংশগ্রহণকারী পিউস মুর্মু। সেমিনারে অংশগ্রহণকারী দ্বিজেন সরেন বলেন, সাঁন্তাল সমাজের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য ও খ্রিস্টীয় বিশ্বাস আমাদের সন্তানদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। আর সন্তানদেরকে সে বিষয়ে সচেতন করে তুলতে আজকের এই সেমিনার ব্যাপক সহায়তা করবে।

বরেন্দ্রদূত রিপোর্টার: সুশীল টুডু

Please follow and like us: