২৩ জুলাই ২০২৩ খিস্টাব্দ সুরশুনিপাড়া ধর্মপল্লীতে বিশ্ব প্রবীন দিবস উদযাপন করা হয়।
রবিবাসীয় খ্রিস্টযাগে প্রবীনদের জন্য বিশেষ প্রাথর্না করা হয়। খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা বলেন, প্রবীন বা দাদা-দাদীরা হলেন অভিজ্ঞ ব্যক্তি। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আমরা যেন তাদের সম্মান করি, যত্ন নিই।
খ্রিস্টযাগের পর বিশ্ব দাদা-দাদী ও প্রবীন দিবস উপলক্ষে ধর্মপল্লীর পক্ষ থেকে দাদা-দাদী ও প্রবীনদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাদেরকে নিয়ে কিছু সহভাগিতা আনুষ্ঠানও করা হয়। ফাদার সুরেশ পিউরীফিকেশন প্রবীন দিবস উপলক্ষে বলেন, প্রবীনগণ পরিবারের বোঝা নয়, তারা হলেন জ্ঞান ভান্ডার । তাই পোপ ফ্রান্সিসও প্রবীণদের বিশ্বাসের ও আধ্যাতিকতার সাক্ষদানকারী হিসেবে সস্মান ও শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
প্রায় ৩৫ জন, প্রবীন বা দাদা-দাদীরা নিয়ে দিবসটি উদযাপন হয়। পরিশেষে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা এই দিবসটিতে অংশগ্রহণ করার জন্য প্রবীনদের ধন্যবাদ জানান।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন