রাজশাহী ধর্মপ্রদেশের মুণ্ডুমালা সাধু জন মেরী ভিয়ান্নীর ধর্মপল্লীতে গত ৪ঠা আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার পালন করা হয় ধর্মপল্লীর পর্ব দিবস এবং এক‌ই সাথে বালক-বালিকাদের প্রথম পবিত্র খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ত প্রদান করা হয়।

এ উপলক্ষে ধর্মপল্লীতে সকাল ৯:৩০ মিনিটে সা‌ঁওতাল নাচ ও কৃষ্টি অনুযায়ী যাজকগণদেরকে পা ধোয়ার মধ্য দিয়ে ধর্মপল্লীতে বরণ করে নেওয়া হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খ্রিস্টভক্ত জেম‌্স মার্ডী।

এরপর শোভাযাত্রার মধ্য দিয়ে যাজকগণ এবং খ্রিস্টভক্তগণ গীর্জা ঘরে প্রবেশ করেন। পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্যকারী ফাদার মাইকেল কোড়াইয়া সাধু জন মেরী ভিয়ান্নীর মূর্তিতে মাল্য প্রদান করেন। সহার্পিত খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন  ভিকার জেনারেল ফাবিয়ান মারান্ডী, পাল-পুরোহিত ফাদার বার্নাড টুডুসহ অন্যান্য ১৪জন যাজক।

ফা. মাইকেল কোড়াইয়া তার উপদেশ বাণীতে বলেন, সাধু জন মেরী ভিয়ান্নী ছোটবেলা থেকেই ছিলেন ঈশ্বর প্রেমী। ত্যাগের সাধনা এবং যিশুকে ভালোবাসার সাধনায় তিনি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করতেন। তিনি সর্বদা প্রার্থনা করতেন ধর্মভ্রষ্ট জনগণ যেন মন পরিবর্তন করে। তিনি ছিলেন প্রার্থনাশীল। তার নিজের বলতে কিছুই ছিল না। প্রার্থনার ফলে তিনি ঈশ্বর কর্তৃক আশীর্বাদিত হয়েছেন ‌। তার গুণগুলোকে আমাদের অনুকরণ করতে হবে তাহলে আমরাও ঈশ্বর কর্তৃক আশীর্বাদিত হব।

পাল পুরোহিত বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ধর্মপল্লীর পর্ব সফলভাবে উদযাপন করতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রতিবছর এই দিনে ধর্মপল্লীতে বাপ্তিস্ম সাক্রামেন্ত প্রদান করা হয়। কিন্তু এবার পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়ের অনুপস্থিতে তা সম্ভব হয়নি। এবার আমরা ফাদার মাইকেল কোড়াইয়ার সহযোগিতায় ধর্মপল্লীর ৬৮ গ্রামের ৮৮ জন বালক -বালিকাদেরকে খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ত প্রধান করতে পেরেছি।

সাক্ষাৎকারে একজন খ্রিস্টভক্ত আন্তন হাঁসদা বলেন, আমার বাড়ি এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। আমি প্রতিবছর এখানে জন মেরী ভিয়ান্নীর পর্বে আসি এবং তার নিকট আশীর্বাদ যাচনা করি। এখানে একসাথে অনেক খ্রিস্টভক্তের সাথে খ্রিস্টযাগে যোগদান করতে পারায় অনেক ভালো লাগে এবং অনেকের সাথে পরিচিত হতে পারি।

একজন মা (সালোমী সরেন) বলেন, আমি জানি আজকে যাজকদের দিবস । তাই আমি আমার পরিবারসহ এখানে আসি। আজকের দিনে আমরা যেন জন মেরী ভিয়ান্নীর এবং যাজকদের নিকট থেকে আশীর্বাদিত হতে পারি। 

পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এই পর্বীয় অনুষ্ঠান সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : শান্ত টুডু

Please follow and like us: