মুক্তিদাতা হাই স্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্য বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে পালন করা হয়। দিবসকে সামনে রেখে সকাল ৬ঃ০০ টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক শেখ মুজিবর রহমানের আত্মার কল্যাণে ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি আরম্ভ করা হয়।
সকাল ৯ঃ৩০মি. বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জনাব মোঃ আব্দুল কুদ্দুস, উপ-প্রধান সংরক্ষণ কর্মকর্তা, বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী, বিশেষ অতিথি শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, সভাপতি, পরিচালনা পর্ষদ, মুক্তিদাতা হাই স্কুল,রাজশাহী, বিশেষ অতিথি শ্রদ্ধেয় মনসিনিয়র ফাদার মার্সেল তপ্ন ও ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি, প্রধান শিক্ষক, মুক্তিদাতা হাই স্কুল, রাজশাহী। এই সময় জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয় এবং শোক দিবসের নির্দেশনা অনুসারে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, অভিভাবকগণ আসন গ্রহণ করেন এবং উদ্বোধনী নৃত্যের দ্বারা অতিথিদেরকে ফুলের তোড়া, ব্যাচ ও উত্তোরিয় প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি জনাব মোঃ আব্দুল কুদ্দুস তার সহভাগিতায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হাজার জনতা মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পরেছিল আর ত্রিশ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে আমার এই স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, একটি ভূ-খন্ড পেয়েছি। মুজিবর আমাদের প্রাণের স্পন্দন যোগায়। তিনি আমাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করে, সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগায়। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। বঙ্গবন্ধুর জন্যই আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। তাই এই স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব।
এছাড়াও আলোচনা পর্বে অংশগ্রহণ করেন বিশেষ অতিথি শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, সভাপতি, পরিচালনা পর্ষদ, মুক্তিদাতা হাই স্কুল, রাজশাহী, বিশেষ অতিথি শ্রদ্ধেয় মনসিনিয়র ফাদার মার্সিল তপ্ন, ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি, প্রধান শিক্ষক, মুক্তিদাতা হাই স্কুল, রাজশাহী, মিসেস সবিতা মারান্ডী, সহকারী শিক্ষিকা, মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, সুরভী রোজারিও, সহকারী শিক্ষিকা, ও মনিকা ঘরামী, সহকারী শিক্ষিকা। দিনের কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও জলযোগের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন