প্রভু দাও তারে অনন্ত জীবন

ঢাকা ন্যাশনাল কারিতাসের ডিরেক্টর অফ প্রোগ্রাম (পরিচালক) মি: সুক্লেশ জর্জ কস্তা গতকাল ১৯.০৮.২৩ খ্রিস্টাব্দ তারিখে মধ্যরাতে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে শাশ্বত রাজ্যে পাড়ি দিয়েছেন। তার এই অকাল প্রয়াণে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ, সকল ফাদার-সিস্টার ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। ঈশ্বর তার এই ভক্ত সেবককে চিরশান্তি দান করুক এবং তার রেখে যাওয়া স্ত্রী-কন্যা ও অন্যান্য গুণগ্রাহীদের দান করুক সান্ত্বনা ও পথ চলার শক্তি, মনোবল।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: