২৫ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের উদ্যোগে ও ওর্য়াল্ড ভিশনের সহায়তায় বেনীদুয়ার ধর্মপল্লীতে দিনব্যাপী সান্তাল সমাজ ও সংস্কৃতি সংরক্ষরণে মাঞ্জহি বাইসি সেমিনার অনুষ্ঠিত হয় ।

সেমিনারের শুরুতে পাল-পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া সভাপতিত্বে সেমিনার আরম্ভ করা হয়। এরপর মাল্ডিমিডিয়ার মাধ্যমে সান্তাল সমাজের সৃষ্টির ইাতহাস ও সামাজিক কাঠামো ও নেতৃত্ব বিষয়ে অলোচনা করেন মিঃ বেঞ্জামিন টুডু, গবেষণা কর্মকর্তা রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচালার একাডেমী।

উপস্থাপনার পর মুক্তালোচনার মাধ্যমে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা ও বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সান্তাল সমাজে সংস্কৃতির অনুশীলন ও অনুসরণের ক্ষেত্রে অনেক জটিলতা তৈরী হচ্ছে। এই সংস্কৃতি চর্চা ও রক্ষা করা সেই সাথে খ্রিস্ট বিশ্বাস সঠিক রাখার বিশেষ প্রয়োজনীয়তা অনুভব করেন। একই পদবিতে অবৈধভাবে যুবক যুবতী আঙ্গির করলে সামাজিকভাবে ঐতিহ্যগত নিয়ম অনুসারে দ্রুত সমাধান করা। বিবাহ অনুষ্ঠানের সময়, দাক্ বাপলা আর্শিবাদের পানি ব্যবহার করা। ঘর বর দেখা বিয়াই বিয়াইন খাওয়া দাওয়া সামাজিকভাবে বসে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করা। কাথলিক খ্রিস্টান আর্শিবাদিত বিবাহ ছাড়াছাড়ি হওয়ার কোন সুযোগ নেই তাই ধরনের সমস্যা হলে সমাজ ও স্থানীয় পাল-পুরোহিতের সাথে আলোচনা করে সমাধান করা। সামাজিক সমাধানের ক্ষেত্রে লিখিত রাখার চেষ্টা করা যেতে পারে। মাঞ্জহি বাইসি কাঠামো ৭/৯ নিজ নিজ গ্রামের উপর নির্ভর করে গঠন করা যেতে পারে। সমাজ কাঠামো ও নেতৃত্ব সক্রিয় ও জোরদার করা এবং ৩ বছর পরপর নতুন নির্বাচন অথবা নবায়ন করে সমাজ পরিচালনা করা যেতে পারে। সমাজের সমস্যাগুলো মাণ্ডলিক, মানবিক ও রাষ্ট্রীয় আইন বিষয়ে সচেতন থেকে সমাধান করা। সমাজের ক্ষেত্রে সমাধানযোগ্য না হলে পারগানা, প্যারিশ কমিটির সহায়তা নেয়া যেতে পারে।

শিশু সুরক্ষা ও শিশু অধিকারের উপর অভিজ্ঞতা সহভাগিতা করেন ওর্য়াল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাঁসদা তার শিশু সুরক্ষা ও শিশু অধিকারের উপর কয়েকটি বাস্তব অবস্থা সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বলেন, আমাদের পরিবার ও সমাজের সকলের দায়িত্ব আছে –
 শিশুদের ভালোবাসা প্রদান করা।
 তাদের মারা, তিরস্কার, অপমান অবহেলা না করা।
 শিশুদের শিক্ষার ও বেড়ে উঠার পরিবেশ প্রদান করা।
 নিজে ভালো সংস্কৃতি চর্চা করা ও শিশুদের শেখানো।
 পরিবেশ ও প্রতিবেশ লক্ষ্য রেখে শিশুদের যত্ন নেয়া।
 অপসংস্কৃতি ও মাদকদ্রব্য থেকে শিশুদের রক্ষা করা।
 শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করা।

উপস্থিত সদস্যগণ এই সেমিনারের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রশংসা করে বলেন যে, এই ধরনের আলোচনা মাঝে মাঝে করা প্রয়োজন। যেন সামাজিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করে খ্রিস্টীয় বিশ্বাস সঠিকভাবে পালন করতে পারি।

উক্ত সেমিনারে রাজশাহী কাথলিক ডায়োসিস বিশপ মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভিকার জেনারেল
ফাদার ফাবিয়ান মারান্ডী, বেনীদুয়ার ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া, সহকারি পাল-পুরোহিত ফাদার প্যাট্রিক গমেজ, মাঞ্জহি বাইসি কমিটি শক্তিশালিকরণ/পুনর্গঠন কমিটির আহ্বায়ক মিঃ ডেভিড হেম্ব্রম, মিঃ গাব্রিয়েল হাঁসদা (সান্তাল ভাষা গবেষক) মিঃ বেঞ্জামিন টুডু, গবেষণা কর্মকর্তা রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী। মিঃ ভিনসেন্ট চড়েঁ ও মিঃ সুশীল টুডু । উত্তর ভিকারিয়ার ১০টি ধর্মপল্লী থেকে মাঞ্জহি বাইসি কমিটির সদস্য, প্রার্থনা পরিচালক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিসহ মোট ৯৭ জন উপস্থিত ছিলেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : সুশীল টুডু

Please follow and like us: