গত ৮ সেপ্টেম্বর বনপাড়া ধর্মপল্লীতে মা মারীয়ার শুভ জন্মদিন উদযাপন করা হয়। এদিন সকাল ৯.০০ টায় মহাখ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার দিলীপ এস কস্তা। সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন আরও ২ জন ফাদার, ৪ জন সিস্টার সহ প্রায় ৪০০ জন খ্রিষ্টভক্ত। মারীয়া সংঘের উদ্যোগে জন্মদিন উদযাপনেরন পূর্বে ৯ দিন নভেনা ও খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।
মা- মারীয়ার জন্মদিনের খ্রিস্টযাগে ফাদার দিলীপ এস কস্তা তার উপদেশে বলেন, “মাতা,মাতৃভূমি, মাতৃভাষা তিনটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মা- মারীয়া আমাদের জীবনে প্রতিনিয়ত বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।মা- মারীয়া আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি”
খ্রিস্টযাগের পরে মারীয়া সংঘের মায়েরা কেক কাটেন এবং আনন্দ কীর্তন করে সকালের নাস্তা গ্রহণ করেন।পরে মা- মারীয়ার জন্মদিন উপলক্ষে ফাদার সুরেশ পিউরিফিকেশন, ফাদার দিলীপ এস কস্তা সহভাগিতা করেন। পরে মা- মারীয়ার বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও ক্লিপ্স দেখানো হয়।
পরিশেষে দুপুরের আহার গ্রহণ ও মারীয়া সংঘের সভাপতি মিসেস সন্ধ্যা পিরিছের ধন্যবাদ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার: ডানিয়েল লর্ড রোজারিও
Please follow and like us: