গত ৩ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, অতি জাঁকজমকের সাথে পালিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ২৮০ জন শিশু এবং ৩০ শিশু এনিমেটর অংশগ্রহন করে। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পিএমএস এর দক্ষিণ ভিকারিয়ার পরিচালক শ্রদ্ধেয় ফাদার লিটন ডমিনিক কস্তা, আধ্যাত্মিক পরিচালক, বনপাড়া সেমিনারী। তিনি তার উপদেশে পোপ ফ্রান্সিস দেওয়া মুলসুর ‘আপনার শিশুকে ভালবাসার বুলি শিক্ষা দেন’ এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বলেন, ‘আমরা আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করলে শিশুদের সামনে আমাদের ভালো ব্যবহার করতে হবে, ভালবাসার কথা বলতে হবে। কারণ ছোটবেলায় তারা যা দেখে, শিখে তাই বড় হয়ে তারা করে থাকে’। পবিত্র খ্রিস্টযাগের পর শিশুদের নিয়ে মিশন চত¡ের আনন্দ র‌্যালি প্রদক্ষিণ করে। উদ্বোধনী বক্তবে শদ্ধেয় পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু সকল শিশুদের স্বাগত জানিয়ে এনিমেটরদের অনেক অনেক ধন্যবাদ জানান তাদের ত্যাগস্বীকার ও সারা বছর ধরে শিশুদের যত্ন নেবার জন্য। পরে প্রত্যেক গ্রামের শিশুরা বাইবেল ভিত্তিক নাটিকায় অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরনী এবং মধ্যাহ্ন ভোজ মাধ্যমে সারাদিন ব্যাপী পবিত্র শিশুমঙ্গল দিবসের কার্যক্রম সমাপন হয়। সিষ্টার মেরী নৈবেদ্য, এসএমআরএ -এর সার্বিক পরিচালনায় এবং এনিমেটরদের সহযোগীতায় এই পবিত্র শিশুমঙ্গল দিবস সুন্দর ভাবে উদযাপিত হলো।

Please follow and like us: