বিগত ২ থেকে ৪ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকন্দ্রে অনুষ্ঠিত হলো যুবাদের নেতৃত্ব বিষয়ক সেমিনার। এই সেমিনারের মূলসুর ছিল “খ্রিস্টিয় নেতা ও নেতৃত্ব”। সেমিনারে মোট ৭৬ জন যুবক-যুবতি, ৬জন ফাদার ও সিস্টার এবং ৫জন এ্যানিমেটরসহ মোট ৮৭ জন অংশগ্রহণ করে। সেমিনারের শুরুতে পরম শ্রদ্বেয় বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন। তিনি তার উপদেশে বাণীতে বলেন, খ্রিস্ট মন্ডলী আমাদের যুবক যুবতীদের জন্য অনেক চিন্তা ভাবনা করেন। যুবক-যুবতিদের উন্নয়নের জন্য মন্ডলী নানা পদক্ষেপ গ্রহণ করেন। তাই যুবক যুবতী হিসেবে আমাদেরও উচিত মন্ডলীর বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করা। উক্ত সেমিনারে “নেতৃত্ব ও নেতার ধারণা, নেতার গুনাবলী ও বৈশিষ্ট্য, পবিত্র বাইবেলের আলোকে খ্রিস্টিয় নেতৃত্ব, যুব নেতৃত্বের প্রয়োজনীয়তা, এ্যানিমেটর হিসেবে যুব নেতৃত্ব” সহ বিভিন্ন বিষয়ের উপর সহভাগিতা করা হয়। বিভিন্ন পুরোহিতসহ রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক এই সব বিষয়ের উপর সহভাগিতা করেন। এছাড়াও বিভিন্ন দলীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি করা হয়।
যুবাদের নেতৃত্ব বিষয়ক সেমিনার
Please follow and like us: