আজ ১৮ অক্টোবর বিকালে দেলুয়াবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার হারুণ হেম্ব্রম রোড এক্সিডেন্টে আহত হন এবং চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় বিকেল ৫:৩৫ মিনিটে রাজশাহী মেডিকেলে মৃত্যু বরণ করেন। তার এই অকাল প্রয়াণে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ, সকল ফাদার-ব্রাদার- সিস্টার ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। ঈশ্বর তাঁর এইভক্ত সেবককে চিরশান্তি দান করুন।
ফাদার হারুণ হেম্ব্রম ছিলেন পরিবারের একমাত্র সন্তান। যিনি ০৫ অক্টোবর, ১৯৫৬ খ্রিস্টাব্দে মুন্ডুমালা (বর্তমান) ধর্মপল্লীর চন্দনকোঠা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ৩১ জানুয়ারি ১৯৮৮ খ্রিস্টাব্দে যাজকপদে অভিষিক্ত হন।
ঈশ্বর তাঁকে স্বর্গবাসী করুন। তাঁর চির বিদায় উপলক্ষ্যে প্রয়াত ফাদারের আত্মার চিরশান্তি কামনা করে আগামীকাল প্রথম খ্রিস্টযাগ অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে রাজশাহী বিশপ ভবনে এবং সকাল ১১:০০টায় তার নিজ গ্রাম চন্দনকোঠায় অন্তেষ্টিক্রিয়া খ্রিস্টযাগ অনুষ্ঠিত হবে।
আপনারা যারা ফাদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চান তাদের সুবিধা অনুযায়ী উল্লেখিত সময়ে খ্রিস্টযাগে অংশগ্রহণ করতে পারেন।
বরেন্দ্রদূত রিপোর্টার