মথুরাপুর ধর্মপল্লীতে ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজ বিষয়ক কর্মশালা
গত ২০ অক্টোবর ২০২৩ তারিখে সাধ্বী রীতার ধর্মপল্লী, মথুরাপুরে ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজ বিষয়ক সারা দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ধর্মপল্লীর প্রতিটি গ্রাম, ব্লক ও সংঘ-সমিতির সর্মমোট ৮৮ জন প্রতিনিধি। ফাদার উত্তম রোজারিও’র পরিচালনায় পবিত্র বাইবেল শোভাযাত্রা, ঐশবাণী পাঠ ও উদ্বোধনী প্রার্থনার মাধ্যমে কর্মশালা শুরু হয়।
পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান ও কর্মশালায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজ কি ও এর বৈশিষ্ট্য এবং ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজের গঠন প্রক্রিয়া সম্পর্কে ফাদার পল গমেজ, খ্রিস্টীয় প্রেরণ কাজে অংশগ্রহণ এবং সপ্তধাপ পদ্ধতিতে বাইবেল সহভাগিতা সম্পর্কে ফাদার বাবলু কোড়াইয়া এবং ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজে নেতৃত্বের স্বরূপ সম্পর্কে ফাদার শিশির নাতালে গ্রেগরী উপস্থাপন করেন।
উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, দলীয়ভাবে পবিত্র বাইবেল সহভাগিতা এবং সারা দিনের কর্মসূচীর মূল্যায়ন ও পাল-পুরোহিতের ধন্যবাদমূলক বক্তব্যের মাধ্যমে এই কর্মশালা সমাপ্ত করা হয়।
মথুরাপুর সেন্ট রীটাস্ হাই স্কুলে শিক্ষক দিবস উদযাপন
মথুরাপুর ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট রীটাস্ হাই স্কুলে গত ১৯ অক্টোবর ২০২৩ মহাসমারোহে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা এ দিন নানা কর্মসূচী ও অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সকাল ৯:০০ টায় শিক্ষার্থী ও শিক্ষকগণ সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার পর শপথ বাক্য পাঠ করেন। এরপর শিক্ষকদের সম্মান জানিয়ে বাজনা বাজিয়ে স্কুলে হলরূমে নিয়ে যাওয়া হয়। শুরু হয় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী নৃত্য, শুভেচ্ছা বক্তব্য, গীতিনাট্য, কবিতা, নৃত্য-গীত, আবৃত্তি, মানপত্র পাঠ, অভিনয় ও শিক্ষকদের উপহার প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
পরিশেষে, প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফাদার শিশির নাতালে গ্রেগরী’র বক্তব্য ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।
কাতুলী সাধু আন্তনীর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
গত ১৭ অক্টোবর ২০২৩ তারিখে মথুরাপুর ধর্মপল্লীর অন্তর্গত কাতুলী সাধু আন্তনীর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাদার শিশির নাতালে গ্রেগরী। প্রধান শিক্ষিকা সাগরী গমেজের শুভেচ্ছা বক্তব্য ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
এরপর অভিভাবকগণ তাদের সুচিন্তিত মতামত, প্রস্তাবনা ও শিক্ষাক্রমের মূল্যায়ন উপস্থাপন করেন। পরিশেষে, ফাদার শিশির নাতালে গ্রেগরী সমাপনী বক্তব্য প্রদান করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : রিজেন্ট নয়ন পালমা