গত ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পালিত হলো ফা. বেলিসারিও সিরো মন্তোয়ার শুভ অভিষেক ও সি. রাণী সরেন এর ২৫ বছরে জুবিলী বার্ষিকী। সন্ধ্যায় ফাদার বাড়ীর সামনে পা ধুয়ানোর মধ্য দিয়ে ফাদার ও সিস্টারকে বরণ করে নেওয়া। অতঃপর দারামের মধ্য দিয়ে এবং পরবর্তীতে “জয়ন্তী লহো, এ যে জয়ন্তী লহো”-গান ও নাচের মধ্য দিয়ে গির্জা ঘরে প্রবেশ করা হয়।
চাঁদপুকুর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। পবিত্র খ্রিস্টযাগে উপদেশ বাণীতে ফা. উজ্জ্বল রিবেরু বলেন, মানুষের জন্য ফাদার বেলিসারিও’র একটি সুন্দর জীবন দৃষ্টান্ত। তিনি সর্বদাই রোগীদের সাহায্য করেন। পাশা-পাশি এতিম ছেলে-মেয়েদের জন্য তিনি বিশেষ চিন্তা করেন। তাঁর এই সুন্দর মনোভাব ও সেবাকাজের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। একই সাথে আমরা স্মরণ করছি শ্রদ্বেয়া সি. রাণী’র ২৫ বছরের ব্রতীয় জীবনে বিভিন্ন সেবা কাজের কথা। বিশেষভাবে ডিসপেন্সারীতে রোগীদের সেবা দানের পাশা-পাশি, গান পরিচালনার মধ্য দিয়ে সব সময় সেবাদান করেন। এছাড়া বাণী প্রচারে তিনি বিভিন্ন কাজ করে যাচ্ছেন।
পবিত্র খ্রিস্টযাগ ও রাতের আহারের পর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফাদার, সিস্টার , বোর্ডিং এর ছেলে-মেয়েদের পাশা-পাশি গ্রামের খ্রিস্টভক্তরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মাল্যপ্রদান, কেক কাটা ও উপহার প্রদান করা হয়।
পরবর্তীতের ফা. বেলিসারিও সিরো ও সি. রাণী ঈশ্বরকে ধন্যবাদ দেন এবং সকল আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু