গত ১৪ নভেম্বর, ২০২৩ তারিখে কারিতাস রাজশাহী অঞ্চল প্রয়াত কারিতাস বাংলাদেশের পরিচালক প্রোগ্রামস স্বর্গীয় সুক্লেশ জর্জ কস্তার স্মরণে এক প্রার্থনা ও স্মরণ সভার আয়োজন করে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ডিডি, এসটিডি; বিশপ, রাজশাহী ধর্মপ্রদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করে মি. ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের জিবি/ইবি ও আরপিইসি’র সম্মানিত সদস্য-সদস্যা, চার্চ প্রতিষ্ঠানের বিভিন্ন যাজকগণ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের নির্ধারিত প্রাক্তন ও বর্তমান কর্মী/কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মোমবাতি প্রজ্জ্বলন, সংগীত, প্রার্থনা এবং স্বর্গীয় সুক্লেশ জর্জ কস্তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ সহভাগিতা করা হয়। অনিবার্য কারণে সুক্লেশ জর্জ কস্তার পরিবার উপস্থিত হতে না পারায় তার নিকট হতে সকলের উদ্দেশ্যে প্রেরিত একটি পত্র অনুষ্ঠানে পড়ে শোনানো হয়। অনুষ্ঠানটি আয়োজন করে কারিতাস রাজশাহী অঞ্চল।
বরেন্দ্রদূত রিপোর্টার : অসীম ক্রুশ