গত ১৭ নভেম্বর ২০২৩ তারিখে সাধ্বী রীতার ধর্মপল্লী, মথুরাপুরে অনুষ্ঠিত হয় বার্ষিক পালকীয় কর্মশালা। এ কর্মশালার মূলসুর ছিল: সিনোডাল মণ্ডলি: খ্রিস্টবিশ্বাসীদের দায়িত্ব: মিলন, অংশগ্রহণ ও প্রেরণ। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের ১৬টি ব্লক থেকে ৫ জন করে খ্রিস্টভক্ত, পালকীয় পরিষদের সদস্য/সদস্যা, বিভিন্ন সংঘ-সমিতির প্রতিনিধি ও ধর্মপল্লীতে সেবাদানরত ফাদার-সিস্টারগণ অংশগ্রহণ করেন। মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১২০ জন।
উদ্বোধন প্রার্থনার মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী সবাইকে শুভেচ্ছা জানিয়ে কর্মশালায় সকালের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। মূলসুরের উপর বক্তব্য রাখেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর শ্রদ্ধেয় ফাদার প্রেমু তার্সিসিউশ রোজারিও।
গ্রামভিত্তিক দলীয় আলোচনায় গ্রাম ও ধর্মপল্লীর জন্য বার্ষিক পালকীয় কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিশেষে, খ্রিস্টীয় জীবনের নানা বিষয়ে প্রশ্ন, উত্তর ও সহভাগিতার মাধ্যমে উন্মুক্ত আলোচনা করা হয়।
পাল-পুরোহিতের ধন্যবাদমূলক বক্তব্য ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে কর্মশালার পরিসমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : রিজেন্ট নয়ন পালমা