বেগুনবাড়ীর মহাদূত গাব্রিয়েল এর গীর্জা ও স্কুল গত ২৩ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দে শুভ উদ্বোধন করেন রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন ও প্রশাসনিক প্রধান ফাদার উইলিয়াম মুর্মু। উক্ত শুভ দিনে উপস্থিত ছিলেন ৮ জন পুরোহিত ২ জন ডিকন এবং ১৩ জন সিস্টার ও প্রায় দুই হাজার খ্রিস্টভক্ত।

পবিত্র খ্রিস্টযাগের শুরুতেই ফিতা কেটে মহাদূত গাব্রিয়েল গীর্জা শুভ উদ্বোধন করেন ফাদার উইলিয়াম মুর্মু, রাজশাহী ধর্মপ্রদেশ। পবিত্র খ্রিস্টযাগ শেষে জনাব শহীদুজ্জামান সরকার, এম.পি অত্র এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য মহাদূত গাব্রিয়েল স্কুল শুভ উদ্বোধন করেন। ডেনিস তপ্নের উপস্থাপনায় জনাব শহীদুজ্জামান সরকার, এম.পি মহোদয়ের অত্র এলাকার জন্য ৪টি দাবী; (ক) শল্পী ব্রিজ থেকে বেগুনবাড়ী গীর্জা ও স্কুল পর্যন্ত রাস্তা নিমার্ণ করা, (খ) বড়দিনের জন্য বরাদ্দ বৃদ্ধি, (গ) আদিবাসী মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তি প্রদান ও (ঘ) স্কুল ও গীর্জার জন্য নিরাপত্তা প্রাচীর নির্মাণ করা।

জনাব শহীদুজ্জামান সরকার, এম.পি তাঁর বক্তব্যে বলেন- আমাদের এই আওয়ামীলীগ সরকার সকল জাতি ও ধর্মের জনগণের মধ্যে উন্নত বাংলাদেশ নির্মাণে সমানভাবে কাজ করে চলেছেন, আমি  প্রয়োজনীয় সকল পদক্ষেপ পর্যায়ক্রমে বান্তবায়নের চেষ্টা করব। 

পরিশেষে, যিশুর পবিত্র হৃদয় ধর্মপল্লী, বেনীদুয়ার এর পাল পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার মাইকেল কোড়াইয়া

Please follow and like us: