তুমি তো রাজা জন্ম দ্বারা হে যিশু, ঈশ্বরের পুত্র। তোমার রাজ্য হোক জগৎ সারা, সব বাঁধো দিয়ে প্রেমসূত্র। খ্রিস্টমণ্ডলিতে প্রতিবছর আগমনকালের প্রথম রবিবারের আগের রবিবার খ্রিস্টরাজার পর্বদিবস মহাসমারোহের সাথে সারা বিশ্বে উদযাপন করা হয়ে থাকে। গত ২৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে খ্রিস্টরাজার পর্ব এবং বিকাল ৩:৩০ মিনিটে খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বনপাড়া ধর্মপল্লীর ফাদার, সিস্টার, বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ, বোর্ডিং ছেলে-মেয়ে এবং সেমিনারীয়ানগণ অংশগ্রহণ করে।

প্রার্থনাপূর্ণ হৃদয়ে ভক্তি সহকারে পবিত্র স্যাক্রামেন্ত নিয়ে নতুন গীর্জা থেকে শোভাযাত্রা, প্রার্থনা, আরাধনা এবং ভক্তিগীতির মধ্যে দিয়ে খ্রিস্টরাজাকে ভক্তি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করেন। ধর্মপল্লীর চত্ত্বর প্রদক্ষিণ শেষে পুরাতন গির্জায় প্রবেশ করে সাক্রামেন্তীয় আরাধনার মাধ্যমে খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : পিতর হেম্ব্রম

Please follow and like us: