৩ ডিসেম্বর , ২০২৩ খ্রিস্টাব্দ ফৈলজানা ধর্মপল্লীতে জাঁকজমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব উদযাপন করা হয়। ফৈলজানা ধর্মপল্লীর এবং ধর্মপল্লীর অধীনস্থ চাচকিয়া উপ-ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের অংশগ্রহণে সকাল ৯ টায় পর্বীয় খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। পর্বীয় খ্রিস্টযাগে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি.’র প্রধান পৌরহিত্যে আরো উপস্থাপনা ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও সিএসসি, ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার পিউস গমেজ , সেমিনারীয়ান নিকোলাস ঘরামী সিএসসি এবং সিস্টারগণ।

খ্রিস্টযাগে উপদেশ বাণীতে বিশপ জের্ভাস বলেন, ” আজকে খ্রিস্টমণ্ডলিতে আগমনকাল শুরু। আগমন কাল হলো প্রস্তুতির সময়। এসময় আমরা বাহ্যিক প্রস্তুতির সাথে আধ্যাত্মিক প্রস্তুতির মাধ্যমে প্রভু যিশু খ্রিস্টকে আমাদের অন্তরে গ্রহণ করার জন্য প্রস্তুত হই। একই দিনে আজকে এই ধর্মপল্লীতে ছেলে-মেয়েরা প্রথমবার যিশুকে গ্রহণ করবে এবং এর মধ্য দিয়ে তারা ও খ্রিস্টের সাথে সংযুক্ত হবে। এর আগে পর্বীয় আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ ২৪ নভেম্বর থেকে নয় দিনের নভেনা করা হয়। এতে খ্রিস্টভক্তগণ অংশগ্রহণ করে।

বরেন্দ্রদূত রিপোর্টার : কামনা কস্তা

Please follow and like us: