গত ৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে জাঁকজমক, ধর্মীয় ভাবগাম্বীর্য এবং আনন্দের সাথে ৮৩ জন ছেলে-মেয়েদেরকে প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ত প্রদান করা হয়। এই উপলক্ষে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রার্থীগণ ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দে ধর্মপল্লীতে উপস্থিত হয়।
বিকালে ধর্মক্লাস ও সন্ধ্যায় পাপস্বীকার অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর রবিবার পবিত্র খ্রিস্টযাগে প্রার্থীগণ প্রথমবারের মত পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে। উপদেশে শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্তের গুরুত্ব তুলে ধরেন।
প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী নীরব মার্ডী তার অনুভূতি প্রকাশ করে বলেন যে, “আমি আজ অনেক আনন্দিত কারণ যিশু আজ আমার অন্তরে এসেছেন। আমার দীর্ঘ দিনের আশা আজ পূর্ণ হল।
উল্লেখ্য যে বিগত কয়েক মাস ধরে ধর্মপল্লীর কেন্দ্রে ও বিভিন্ন গ্রামে প্রস্তুতি ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার যোয়াকিম হেম্ব্রম