গত ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সুরশুনিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ২২০জন, অংশগ্রহণকারী নিয়ে যুবাদের আগমনকালীন আধ‍্যাত্মিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূলসুর ছিল “যুবাদের আগমনকালীন আধ‍্যাত্মিক সেমিনার”।

শুরুতেই  প্রদীপ  প‍্রজ্জ্বলন ও প্রার্থনার এর মধ‍্য দিয়ে  শুভ উদ্বোধন করা হয়। ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ  কস্তা সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন,”  যুবক-যুবতী  হিসেবে আমরা সবসময় যেন যিশু  খ্রিস্টকে অন্তরে  গ্রহণ করি এবং তাঁর ক্রুশ  বহন করতে পারি।”

এই সেমিনারের মধ‍্যদিয়ে রাজশাহী ধর্মপ্রদেশের যুব-ক্রুশ সুরশুনিপাড়া ধর্মপল্লীর অধীনস্থ দুধাই গ্রামে হস্তান্তর করা হয় আর পর্যায়ক্রমে যুব-ক্রুশ বিভিন্ন গ্রামে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য  যে আগামী বছর রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব-দিবস সুরশুনিপাড়া ধর্মপল্লীতে উদযাপন  করা হবে।

এই যুব-ক্রুশ এর  লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে যুবক- যুবতীদের আলোকিত করেন রাজশাহী ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী শ্রদ্ধেয় ফাদার নবীন কস্তা। তিনি বলেন ‘আর্দশ ধর্মপল্লী গঠনে যুবাদের অনেক দায়িত্ব। নৈতিকতা  ও মুল‍্যবোধের বিষয়ে যেন যুবারা আরও বেশি সচেতন থাকে। আসন্ন বড়দিনে  যিশু খ্রিস্টকে  যেন পবিত্র অন্তরে  গ্রহণ করতে পারে।’

এরপর আধ‍্যাত্মিক প্রস্তুতি হিসেবে যুবক- যুবতীরা পাপস্বীকার সংস্কার  গ্রহণ ও পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করে। খ্রিস্টযাগের পর দুধাই গ্রামের যুবক- যুবতীদের কাছে যুব-ক্রুশ হস্তান্তর  করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান  করে অংশগ্রহণকারী  যুবক-যুবতীরা। শেষে পাল-পুরোহিতের ধন্যবাদ জ্ঞাপন। দুপুরের আহারের মধ‍্য দিয়ে পরিসমাপ্তি হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: