১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ “সত্য প্রচারে আমরা একনিষ্ঠ” এই মূলসুরকে কেন্দ্র করে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র, রাজশাহীতে মহাসমারোহে উদযাপন করা হয় রেডিও ভেরিতাস এশিয়া (আর.ভি.এ.) বাংলা বিভাগের ৪৩ তম দিবস এবং শ্রোতা সম্মেলন-২০২৩।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টীয় যোগাযোগ কমিশনের সভাপতি পরম শ্রদ্ধেয় বিশপ জেমস্ রমেন বৈরাগী, খুলনা ধর্মপ্রদেশ, সভাপতিত্ব করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশ, ফাঃ নিখিল এন্ড্রু গমেজ, কো-অর্ডিনেটর, রেডিও ভেরিতাস এশিয়া-বংলা বিভাগ, রিপন আব্রাহাম টলেন্টিনো, প্রযোজক, রেডিও ভেরিতাস এশিয়া-বাংলা বিভাগ, শ্রদ্ধেয় ফা. ফাবিয়ান মারান্ডী, ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ, শ্রদ্ধেয় ফাঃ বাবলু কর্নেলিউস কোড়াইয়া, পরিচালক, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র, রাজশাহী, অন্যান্য ফাদার-সিস্টারগণ এবং আরভিএর বাংলা বিভাগের ২৫ জন শ্রোতাবন্ধু। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক, কারিতাস, রাজশাহী অঞ্চল, স্বপন মন্ডল, প্রোগ্রাম ডিরেক্টর, পবা, ওয়ার্ল্ড ভিশন এবং রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় ৬০ জন যুবক-যুবতী।

সকাল ৯:০০ ঘটিকায় পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জেমস্ রমেন বৈরাগী। পবিত্র খ্রিস্টযাগের পর বাংলাদেশের জাতীয় পতাকা এবং আর.ভি.এ. পতাকা উত্তোলন করেন বিশপদ্বয়। এরপর নৃত্য ও ফুলের মাধ্যমে অতিথি ও অংশগ্রহণকারীদের বরণ করে নেওয়া হয় এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে দিনের কার্যক্রম আরম্ভ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে ফাঃ নিখিল গমেজ বলেন, আরভিএ বাংলা বিভাগের সকল শ্রোতাবন্ধু আমরা একসাথে একটি পরিবার। এই পরিবারে রয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এবং তারাই আরভিএর প্রাণ। ফাদার আরও বলেন, শ্রোতাবন্ধুদের দিকে যখন আমি তাকাই তখন আমার সকল দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। কারণ, আপনারাই আমার প্রেরণার উৎস ও চলার শক্তি। সকলকে আহ্বান জানিয়ে তিনি বলেন- আমরা যেন সত্য প্রচারে ও প্রকাশে সর্বদাই একনিষ্ঠ হই।

এবছরের যোগাযোগ দিবসে পুণ্যপিতা পোপ মহোদয়ের বাণীর আলোকে প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় বিশপ জেমস্ রমেন বৈরাগী বলেন, আমরা যেন হৃদয় থেকে সত্য কথা বলি এবং সেই সত্যের সাথে যোগাযোগ স্থাপন করি। আমরা যেন মানুষকে একাকীত্বের দিকে ঠেলে না দেই। বরং, আমাদের উচিত হবে অন্যের সাথে যোগাযোগ করা এবং সুন্দরভাবে কথা বলার মাধ্যমে অন্যকে উৎসাহিত করা।

অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও তার বক্তব্যে বলেন, যা কিছু সত্য, আমরা যেন তা সর্বদাই সমর্থন করি। ভুল তথ্য দিয়ে জনমনে যেন বিভ্রান্তির উদয় না ঘটাই। আবার অর্থের বিনিময়ে সত্যকে চাপা দিয়ে অসত্যকে বিজয়ী করাও উচিত নয়।

যাদের ঘিরে এই আয়োজন কিছু শ্রোতাবন্ধু তাদের অনূভুতি ব্যক্ত করে বলেন, আরভিএর সাথে যুক্ত থাকতে পেরে তারা সৌভাগ্যবান। কেননা, আরভিএর কাছ থেকে তারা এমন কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন, যার মাধ্যমে তারা বাস্তবজীবনে অনেকটা সফল হয়েছেন।

পরিশেষে, আরভিএ দিবস উপলক্ষ্যে কেক কাটা হয় এবং অতিথিবৃন্দ ও শ্রোতাবন্ধুদের ক্রেস্ট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানটিকে সার্থক করতে যারা নিরলস শ্রম বিনিয়োগ করেছেন এবং শ্রোতাবন্ধুদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে কো-অর্ডিনেটর শ্রদ্ধেয় ফাঃ নিখিল গমেজ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : প্লাবন কোড়াইয়া

Please follow and like us: