এ বিদায় চির বিদায় নয়, এ বিদায় নতুন জায়গা ও উচ্চতর শিক্ষা গ্রহণে জন্য স্থানান্তর ও শুভকামনার পর্ব। গত ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে সেন্ট পলস্ হাইস্কুলের মোট ৩০ জন এসএসসি পরীক্ষার্থীদের দীর্ঘ দিন বিদ্যালয়ে অধ্যয়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন ও বিদায় জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি ফাদার বেলিসারিও সিরো মন্তোজা, প্রধান শিক্ষিকা সি. শিলা গমেজ, ফাদার উজ্জ্বল রিরেরু, ফাদার মাইকেল হাঁসদা, সিস্টার রাণী সরেন, সিস্টার মিরাল্লা হাঁসদা-সহ অত্র বিদ্যালয়েল শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে জাতিয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত ও উদ্ধোধনী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। নব অভিষিক্ত ফাদার মাইকেল হাঁসদা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান হলো একটি মন্দির, যা কিনা একটি পবিত্র স্থান। যেখান থেকে আমরা মানুষ হয়ে বের হই। আশা করি এই প্রতিষ্ঠান তোমাদের অনেক কিছু দিয়েছে যা তোমরা ধরে রাখবে এবং তোমাদের জীবনে কাজে লাগাবে।”

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ফাদার বেলিসারিও সিরো মন্তোজা বলেন, “তোমাদের প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে। কারণ স্বপ্ন আমাদের সামনে এগিয়ে যেতে ও পথ চলতে সাহায্য করবে। আশা করি তোমরা ভালো ভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছো। পড়াশুনার পাশা-পাশি বিদ্যালয় তোমাদের যে শিক্ষা দিয়েছে তা জীবনে কাজে লাগাবে; বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, সময় জ্ঞান, শৃঙ্খলা, ভদ্রতা ও সুন্দর আচরণের মধ্য দিয়ে জীবন পরিচালনা করবে। যাতে সকলে তোমাদের ভালো মানুষ বলতে পারে। তোমাদের নতুন যাত্রা শুভ হোক এই কামনা করি”।

প্রধান শিক্ষিকা সিস্টার শিলা গমেজ বলেন, “ শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের প্রস্তুত করে দেবার জন্য। বিশ্বাস করি তোমরা পরীক্ষা লেখার জন্য প্রস্তুত আছো। তবে যতদিন সময় আছে, তোমার সময় নষ্ট না করে পড়াশুনা করবে এবং জীবনে সব সময় মনে রাখবে, বই হচ্ছে তোমার পরম বন্ধু। বইকে ভালো বাসবে এবং পড়াশুনা কখনো ছাড়বে না। সেই সাথে সব সময় অধ্যাবসায়ী, নম্র ও ভদ্র থাকার চেষ্টা করবে, সর্বপরি ভালো মানুষ হয়ে উঠার চেষ্টা করবে।”

পরবর্তীতে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ, উপহার প্রদান ও দুপুরের আহারের ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু

 

Please follow and like us: