গত ১৬ ডিসেম্বর লোভেরে জুনিয়র হাইস্কুলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সকাল ০৯ঃ০০ টায় প্রধান অতিথি ফাদার প্রদীপ কস্তা, সভাপতি, স্কুল পরিচালনা পর্ষদ ও প্রধান শিক্ষক ফাদার সুরেশ পিউরীফিকেশন  জাতীয় পতাকা উত্তোলন করেন এই সময় জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। সকলের আসন গ্রহণের পর উদ্বোধনী নৃত্যের দ্বারা অতিথিদেরকে ফুলের তোড়া প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, আজ মহান বিজয় দিবস। ত্রিশ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে আমার এই স্বাধীন দেশ পেয়েছি। যাদের মহান আত্মত্যাগের ও প্রাণের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। তারা আমাদের প্রাণের স্পন্দন যোগায়।  আমাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করে এবং দেশের কল্যাণে সামনে এগিয়ে  যেতে হবে।

প্রধান শিক্ষক বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়। আজ সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে পালন করা হচ্ছে। যাদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম তা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা যেন  এই দেশের সাবভৌমত্ব রক্ষায় সবর্দা সজাগ ও সচেতন  থাকি

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, রচনা লেখন, ও ক্রীড়া  প্রতিযোগিতা এবং অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও  প্রাক্- বড়দিনের কেক কাটাও  জলযোগের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: