গত ২৬/১২/২০২৩ সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে অন্তরগত রাঙ্গামাটিয়া গ্রামের ফাদার বার্ণার্ড টুডুর বোন আগাথা টুডু অসুস্থতা ও বার্ধ্যক জনিত কারণে ইহলোক ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি বেশ কয়েক মাস যাবত অসুস্থতা ও হৃদরোগ জনিত কারণে বিছানাগত ছিলেন। ২৬/১২/২০২৩ খ্রিস্টাব্দে দুপুর ২:০০ টায় তার অন্ত্যেস্টিক্রিয়া সম্পন্ন হয়। উক্ত অন্ত্যেস্টিক্রিয়ায় রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার উইলিয়াম মুরমু, ফাদার পল কস্তা, ফাদার যোয়াকিম হেম্ব্রম ও ফাদার বার্ণার্ড টুডু উপস্থিত ছিলেন। অন্ত্যেস্টিক্রিয়া খ্রিস্টযাগটি উৎসর্গ করেন ফাদার বার্ণার্ড টুডু।
এছাড়াও বেশ কয়েক জন সিস্টার সহ এলাকার অনেক খ্রিস্টস্টভক্তগণ উপস্থিত ছিলেন। অন্ত্যেস্টিক্রিয়া শেষে মিশন কবর স্থানে তাকে সমাহিতি করা হয়। ধর্মপল্লী ও ধর্মপ্রদেশের সকল যাজক ও খ্রিস্টভক্তের পক্ষে মৃত পরিবারের সকলকে (ফাদার বার্ণার্ড টুডুর) অনেক অনেক সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর আমাদের এই প্রিয়জনকে স্বর্গসুখ দান করন।