গত ২৭ ডিসেম্বর বাংলাদেশস্থ ভাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেভিন রান্ডাল রাজশাহী ধর্মপ্রদেশে পালকীয় সফর
করতে আসেন। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ও ভিকার জেনারেল ফাবিয়ান মারান্ডী তাঁকে বিমান বন্দর থেকে বরণ করে বিশপ ভবনে নিয়ে আসেন।
নূনসীয়কে নিয়ে বিশপ মহোদয় বিশপ ভবনে উপস্থিত হলে পর তাঁকে সান্তালী নাচের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এতে রাজশাহী ধর্মপ্রদেশের শহরে অবস্থিত ধর্মপল্লীর ফাদার, ব্রাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন। সান্তালী কৃষ্টিতে নূনসীয়কে বরণ করে নেওয়ার পর সকলে বিশপ ভবনের চ্যাপেলে প্রবেশ করেন। সেখানে উপস্থিত সকলে এক সঙ্গে প্রভুর প্রার্থনা বলার পর নূনসীয় মহোদয় সকলকে আশিবার্দ প্রদান করেন।
সন্ধ্যায় পুণ্য পিতা পোপের প্রতিনিধিকে ঘরোয়া পরিবেশে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশপ জেভার্স রোজারিও বলেন, আজ আমরা সত্যিই খুব আনন্দিত এই জন্য যে, পুণ্য পিতা পোপের প্রতিনিধ বাংলাদেশে আসার পর ঢাকার বাহিরে সর্বপ্রথম আমাদের রাজশাহী ধর্মপ্রদেশেই প্রথম পালকীয় সফর করছেন।
-বরেন্দ্রদূত রিপোর্টার