গত ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার, ফৈলজানা সাধু ফ্রান্সিস জেভিয়ার র্ধমপল্লীতে অত্যন্ত ভাব-গাম্ভীর্য  ও জাঁক-জমক সহাকারে তিন জোড়া দম্পতির বিবাহিত জীবনের র্সুবণ ও রজত জয়ন্তী উদযাপন করা হয়। ফৈলজানা গ্রামের মি. পল রোজারিও ও মিসেস আগাথা তেরেজা দম্পত্তি তাদের বিবাহিত জীবনের র্সুবণ জয়ন্তী উদযাপন করেন। অন্যদিকে, একই গ্রামের মি. জীবন কোড়াইয়া ও মিসেস বীণা রিবেরু এবং  মি. সুকুমার রোজারিও ও মিসেস মালতী রোজারিও দম্পত্তি তাদের বিবাহিত জীবনের রজত জয়ন্তী উদযাপন করেন। এই দিনে সকালে বিবাহিত জীবনের জয়ন্তী উপলক্ষে পবিত্র খ্রিস্টযাগ অর্পণ করেন ফাদার বাবলু কর্ণেলিয়াস কোড়াইয়া।

খ্রিস্টযাগের উপদেশে শ্রদ্ধেয় ফাদার বাবলু বলেন, “ পরিবার হলো ঈশ্বরের ভালবাসার ফল। ঈশ্বর তাঁর মুক্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিবারের মধ্যদিয়ে তার মুক্তিদায়ী পরিকল্পনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তাঁর পুত্রকে পুণ্যতম পরিবারের মধ্যদিয়ে এই জগতে পাঠিয়েছেন। এই জগতে তিনি আবির্ভূত হয়েছেন সেই পরিবারের মধ্যদিয়ে। আজ নাজারেথের পবিত্র পরিবার আমাদের পরিবার জীবনের আদর্শ। আমাদের পরিবারগুলোকে আদর্শ, শান্তিপূর্ণ ও আনন্দিত রাখতে হলে পবিত্র পরিবারকে আমাদের পরিবারের সামনে রাখতে হবে। 

খ্রিস্টযাগের শেষে ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি ধর্মপল্লীর পক্ষ থেকে জয়ন্তী উদযাপনকারী দম্পত্তিদের উপহার প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : নয়ন যোসেফ গমেজ, সিএসসি

Please follow and like us: