“শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৪ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ রোজ শনিবার ভাবগাম্ভির্যতা এবং আনন্দঘন-মনোরম পরিবেশে হলিক্রস স্কুল এন্ড কলেজ, রাজশাহী ও মুক্তিদাতা হাই স্কুলের যৌথ আয়োজনে রাজশাহী শহরে অবস্থিত দুটি স্কুলের কর্মরত প্রায় ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে সারাদিন শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সকলের স্বতঃস্ফুর্তভাবে সেমিনারে অংশ গ্রহণ করেন।

সেমিনারের শুরুতেই আসন গ্রহণ করেন প্রধান অতিথি ও সেমিনারের প্রধান বক্তা শ্রদ্ধেয় ফাদার প্যাট্টিক গমেজ ও আহ্বায়ক ব্রাদার প্লাসিড রিবেরু, সিএসসি মহোদয়, অধ্যক্ষ, হলিক্রস স্কুল এন্ড কলেজ রাজশাহী ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উদ্বোধনী সঙ্গীত ও ফুলের তোড়া প্রদানের মাধ্যমে অতিথিসহ সকলকে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পাশাপাশি উদ্বোধনী বক্তব্য রাখেন। এরপর ২০২৪ শিক্ষা বর্ষ, সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনায় প্রধান অতিথি, আহ্বায়ক ও শিক্ষকদের পক্ষে একজন বয়োজেষ্ঠ্য শিক্ষক মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন।

প্রধান বক্তা শ্রদ্ধেয় ফাদার প্যাট্টিক গমেজ অত্যন্ত সুন্দর, দক্ষতা ও সাবলীল ভাষায় প্রতিপাদ্য বিষয়টি ফুটিয়ে তুলেন। যা শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আনন্দ ও পরিতৃপ্তির সাথে গ্রহণ করেন। তিনি তার সহভাগিতায় বিভিন্ন ধর্মের সমন্বয় করে শান্তি ও সম্প্রীতি রক্ষায় শিক্ষকদের ভূমিকা কি হতে পারে তা বিশদভাবে ও উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন। প্রতিটি শিক্ষক-শিক্ষিকার দায়িত্ব ও কর্তব্য শ্রেণী কক্ষে সম্প্রীতি বজায় রেখে, সকলের প্রতি সমান দৃষ্টি ভঙ্গি রেখে পাঠদান করা। প্রতিদিনের পাঠ প্রতিদিন প্রস্তুত করা, কোন ভাবেই যেন কোন শিক্ষার্থী বঞ্চিত না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান করেন। তিনি আরো বলেন, শিক্ষকগণ সমাজের বিবেকের মতো দন্ডায়মান। দক্ষ মানবসম্পদ তৈরীতে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকের অবহেলায় যেন কোন শিক্ষার্থী ঝরে না পরে। শিক্ষকগণই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে সমাজে বিদ্যমান বৈষম্য দূরীকরণের মাধ্যমে সুন্দর একটা শান্তিপূর্ণ আবাসস্থল উপহার দিতে পারে। যার জন্য জাতি চিরকতৃজ্ঞ থাকবে। এছাড়া সুশিক্ষায় সমৃদ্ধ জাতি গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকা পালন করতে পারে।

ব্রাদার প্লাসিড পিটার রিবেরু বর্তমান শিক্ষা ব্যবস্থা, নতুন কারিকুলাম এবং হলিক্রসের শিক্ষা দর্শন সহভাগিতা করেন। তিনিও শিক্ষক শিক্ষিকাবৃন্দকে আরো সক্রিয় ও প্রাণবন্তভাবে শিক্ষা-সেবার কার্যক্রমে অংশগ্রহণ করতে আহ্বান করেন।

পরিশেষে আহ্বায়ক শ্রদ্ধেয় ফাদার প্যাট্টিক গমেজসহ সকলকে ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সকলে পরিতৃপ্তির সাথে দুপুরের আহার গ্রহণ করে হলিক্রস স্কুল এন্ড কলেজ থেকে বিদায় নেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন

Please follow and like us: