আজ ৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রোজ সোমবার রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবনে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় ফাদার সুনীল দানিয়েল রোজারিও’র ৭৪ তম জন্ম বার্ষিকী।
জন্মদিন উপলক্ষ্যে খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার সুনীল দানিয়েল রোজারিও নিজেই। তাঁর সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল এ গমেজ, বিশপ হাউসের রেক্টর ফাদার নবীন পিউস কস্তা এবং বিশপ হাউজ ও পালকীয় সেবাকেন্দ্রে কর্মরত সিস্টারগণ ও সেবাকর্মীবৃন্দ।
জন্মদিনে তার অনুভূতি ব্যক্ত করে ফাদার বলেন, আজ আমি সত্যিই অনেক আনন্দিত ও কৃতজ্ঞ ঈশ্বরের ও ধর্মপ্রদেশের কাছে। আমি অসুস্থতাকালীন সময়ে ধর্মপ্রদেশের কাছ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা পেয়েছি । যার জন্য আমি আজ সুস্থ্যতার দিকে এগিয়ে যাচ্ছি। সকলের প্রার্থনা, ভালোবাসার জন্য ধর্মপ্রদেশে কর্মরত বিশপ, সকল ফাদার-সিস্টার ও খ্রিস্টভক্তদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি সুস্থ শরীরে থেকে প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করে যেতে পারি।
তিনি ১৯৫০ খ্রিস্টাব্দে ৮ জানুয়ারি বোর্ণী ধর্মপল্লীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে ০৪ জানুয়ারি ১৯৮১ খ্রিস্টাব্দে যাজক পদে অভিষিক্ত হন। আমরা তার সুদীর্ঘ ও সুন্দর জীবন কামনা করি।
বরেন্দ্রদূত রিপোর্টার