ধর্মপ্রদেশীয় যাজক হবার মানসে এ বছর ১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ১০জন ভাই রাজশাহী ধর্মপ্রদেশের শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় এক সপ্তাহের নির্জন ধ্যানে অংশগ্রহণ করেন। নির্জন ধ্যান পরিচালনা করেন পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর শিক্ষক ও শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী এর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার লুইস সুশীল পেরেরা। ১ জানুয়ারি রাতে শুরু হয়ে ৭ জানুয়ারি দুপুর পর্যন্ত পবিত্র খ্রিস্টযাগ, পবিত্র ঘন্টা, ক্লাস, পবিত্র বাইবেল পাঠ, জপমালা প্রার্থনা, ক্রুশের পথ ও ধ্যান-প্রার্থনার মধ্যদিয়ে ১০জন ভাই নিজেদের প্রস্তুত করেন।
অংশগ্রহণকারী সেমিনারীয়ানগণ হলেন অমিত গমেজ (ঢাকা ধর্শপ্রদেশ), লুক বাড়ৈ ও সুবাস ফলিয়া (বরিশাল ধর্মপ্রদেশে), বার্নাবাস মন্ডল (খুলনা ধর্মপ্রদেশ), সাগর তপ্ন, বিনেস তিগ্যা, মুকুট বিশ্বাস, ব্লেইস কস্তা, শেখর কস্তা ও ডেভিড পালমা (রাজশাহী ধর্মপ্রদেশ)।
বরেন্দ্রদূত রিপোর্টার : পিটার ডেভিড পালমা