আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডেভিড পিটার পালমা’র ডিকন প্রার্থী পদে মনোনয়ন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিওসহ ফাদার, ব্রাদার, সিস্টার ও স্থানীয় খ্রিস্টভক্তগণ।
১২ জানুয়ারি মাল-পাহাড়িয়া কৃষ্টিতে বিশপকে বরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই মনোনয়ন অনুষ্ঠানের খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। তিনি তার উপদেশে ডিকন প্রার্থী ডেভিড পিটার পালমা’র মনোনয়ন ঘোষণা করেন। তিনি বলেন, মানুষ হিসেবে আমরা সকলেই দুর্বল হতে পারি কিন্তু ঈশ্বর যে পরিকল্পনা আমাদের মধ্যে দিয়ে রেখেছেন তা তিনি পূর্ণ করতে আমাদের সাহায্য করবেন । তিনিই আমাদের সাহায্য করেন সকল দুর্বলতা জয় করতে । বাধ্যতা, কৌমার্যতা তাকে প্রস্তুত করে তুলবে পূণ্য পদ লাভ করতে। ঈশ্বর খুব সাধারণ মানুষের মধ্যে থেকে আমাদের বেঁছে নেন তার কাজ করার জন্য এবং তাকে করে তুলেন অসাধারণ। তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আমাদের সন্তানদের বাহ্যিক জীবনের পাশাপাশি আধ্যাত্মিক জীবনেও বড় করে তুলতে হবে যাতে করে ঈশ্বর ডাকলেই আমরা প্রবক্তা যেরেমিয়ার মত বলতে পারি, ‘এই যে আমি প্রভু আমাকে পাঠাও।’
খ্রিস্টযাগের পরে অনুভুতি প্রকাশ করে মুন্সিনিয়র ফাদার লিংকু গমেজ বলেন, এইখানে আসতে পেরে ভালো লাগছে কারন এইখান থেকেই আমি যাজক হিসেবে সেবা শুরু করেছি একজন সহকারী পাল পুরোহিত হিসেবে । তিনি আরো বলেন, ফাদার সিস্টার হলেন পথ প্রদর্শক । তিনি সকল খ্রিস্টভক্তের কাছে প্রার্থনা চেয়ে বলেন, আশির্বাদ করবেন যেন বাংলাদেশ মণ্ডলিকে বিশ্ব মণ্ডলির কাছে তুলে ধরতে পারি।
বিশপ মহোদয় বলেন , আমাদের মধ্যে দুর্বলতা থাকলেও আমাদের মধ্যে চেষ্টা আছে আধ্যাত্মিক জীবন-যাপন করার । কিন্তু আধ্যাত্মিকভাবে সমৃদ্ধশালী হতে প্রয়োজন আধ্যাত্মিক পরিচালক। তাই আমাদের আহ্বান বৃদ্ধি করতে হবে এবং মণ্ডলির কাজে এগিয়ে আসতে হবে কারণ মণ্ডলি আমাদের এবং আমরাই মণ্ডলি।
পাল-পুরোহিত ফাদার প্রেমু টি রোজারিও বলেন, আমি প্রার্থীকে ধন্যবাদ জানাই, তার সৎ সাহস প্রকাশের জন্য, আরো অভিননদন জানাই এবং আশির্বাদ করি, যেন সে তার এই সেবা দায়িত্ব পবিত্রতার সাথে পালন করতে পারে।

খ্রিস্টযাগের শেষে গ্রুপ ছবি এবং নাচ-গান আনন্দের মধ্যে দিয়ে মনোনয়ন অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : বেনেডিক্ট তুষার বিশ্বাস
Please follow and like us: