শিক্ষার আলো ছড়িয়ে দিতে গাব্রিয়েল সম্প্রদায়ের ব্রাদারগণ আন্ধারকোঠা ধর্মপল্লীতে আসেন। এতে স্থানীয় কৃষ্টির নাচ-গানের মাধ্যমে তাদের বরণ করে নেন গ্রামবাসী।
১৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকালে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের পরিকল্পনা নিয়ে জায়গা পরিদর্শনে আসেন ভারতের রাচি প্রদেশের গাব্রিয়েল সম্প্রদায়ের প্রবিন্সিয়াল ব্রাদার বিজয়সহ আরো ৬ জন ব্রাদার। সকলকে ফুলের মালা এবং পাহাড়িয়া নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও সকলের সাথে ব্রাদারদের পরিচয় করিয়ে দেন এবং তাদের এ ধর্মপল্লীতে আশার উদ্দেশ্য বলেন।
ব্রাদার বিজয় বলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে অর্থাৎ আমাদের সম্প্রদায়কে আপনাদের মাঝে বরণ করে নেওয়ার জন্য। আমরা খুব খুশি হয়েছি এইভাবে আমাদের জাঁক-জমকপূর্ণভাবে বরণ করার জন্য। আমাদের প্রধান কাজ হলো শিক্ষা বিষয়ক আর বাংলাদেশে আমাদের কোনো স্কুল বা কলেজ নেই তাই আমরা এইখান থেকেই আমাদের এই কার্যক্রম শুরু করতে চাই। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাদের অভ্যর্থনা জানিয়েছেন আর আমরা চাই আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন যেন আমাদের মিশন কাজ আমরা সুন্দর করে করতে পারি ।
বরেন্দ্রদূত রিপোর্টার : বেনেডিক্ট তুষার বিশ্বাস
Please follow and like us: