বোর্ণী ধর্মপল্লীর অন্তর্গত মানগাছা গ্রামের স্বর্গীয় কান্দ্রা পালমা ও বেনেডিক্টা রিবেরু এর পঞ্চম সন্তান সি. জুলিয়ানা জুলি পালমা, এস. সি এর ২৫ বছরের রজত জয়ন্তী পালিত হলো গত ১২-১৩ জানুয়ারি ২০২৪ খ্রি: মানগাছা গ্রামে।

গত ১২ ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় প্রার্থনা শোভাযাত্রা ও মঙ্গল অনুষ্ঠান ছিল অর্থপূর্ণ। আর ১৩ জানুয়ারি ২০২৪ খ্রি: রোজ শনিবার অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। সকাল ১০.৪৫ টায় রোজারি মালা প্রার্থনা এবং এর পরপরই শুরু হয় জুবলির মহা খ্রিস্টযাগ। খ্রিস্টযাগে ০৭ জন ফাদার, ১১ জন সিস্টারসহ প্রায় ৪০০ খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।

খ্রিস্টযাগে পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের মহামান্য ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, ডিডি। খ্রিস্টযাগের উপদেশে তিনি বলেন, আজ আমরা সি. জুলি পালমার সাথে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তার জন্য বিশেষ প্রার্থনা করি যেন তিনি মণ্ডলিতে সেবা কাজ চালিয়ে যেতে পারেন।

খ্রিস্টযাগের পর ছিল সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মপল্লীর পক্ষে ফা. যোহন মিন্টু রায় বিশপ মহোদয় কে ধন্যবাদ ও সি. জুলিকে অভিনন্দন জানান। পরিবারের পক্ষে এঞ্জেলো পালমা তার প্রয়াত পিতা-মাতা ও বড় ভাই মন্টু পালমার কথা স্বরণ করে পরিবারের পক্ষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সবার বক্তব্যে সি. জুলির নম্রতা ও সেবার গুণাবলি ফুটে উঠে। বিশপ মহোদয় সি. জুলির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। সি. জুলি নিজেও বিশপ মহোদয়কে ও উপস্থিত সকলকে ধন্যবাদ-কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফা. যোহন মিন্টু রায়

Please follow and like us: