সাধু ইউজিনের গির্জা, লক্ষণপুর ধর্মপল্লীতে ১২ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার তারিখে ধর্মপল্লী পর্যায়ে পালকীয় কর্মশালা ও সম্মেলন করা হয়। কর্মশালায় আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল “সিনোডাল মণ্ডলি : খ্রিস্টবিশ্বাসের দায়িত্ব – মিলন, অংশগ্রহণ এবং প্রেরণ”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের বিভিন্ন পর্যায়ের খ্রিস্টভক্তদের মধ্য থেকে ধর্মপল্লী পরিচালনা কমিটির সদস্য-সদস্যাগণ, গ্রামের মাঞ্জহি বাবা/মণ্ডল, গ্রামের গির্জা মাস্টার বা প্রার্থনা পরিচালক, গ্রামের প্রতিনিধি পুরুষ ও নারী, কিছু সংখ্যক যুবক-যুবতী মোট ৫০ জন এই কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ করেন।

শ্রদ্ধেয় ফাঃ পাত্রাস হাঁসদা কর্মশালার প্রধান বিষয়বস্তুর উপর সহভাগিতা রাখেন। তিনি বিশেষ ভাবে খ্রিস্টভক্তদের মণ্ডলি ও ধর্মপল্লীতে বিভিন্ন খ্রিস্টীয় দায়িত্বের বিষয়ে জোরালো সহভাগিতা রাখেন। তিনি সবাইকে আবার স্মরণ করিয়ে দেন “আমার ধর্মপল্লী, আমার দায়িত্ব”। বিভিন্ন জনকে বিভিন্ন গুণাবলী ও সুযোগ সুবিধা ঈশ্বর দিয়ে থাকেন, তাই আমরা যেন সেইগুলো ঈশ্বরের দান হিসেবে গ্রহণ করি এবং তাঁর মণ্ডলির সেবার কাজে ব্যবহার করি। আমরা যখন যথাসাধ্য আমাদের খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে জীবন যাপন করি এবং মণ্ডলি ও ধর্মপল্লীর সেবার কাজে অংশগ্রহণ করি, তখনই আমরা মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কাজের বাস্তবায়ন করি।

দিবসটির কার্যক্রম পর্যায়ক্রমে সাজানো হয়েছিল এইভাবে : ১। প্রার্থনা অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্জ্বলন ২। বিশপের পালকীয় পত্রের আলোকে মূলসুর ও ধর্মল্লীর গৃহীত সিদ্ধান্তের উপর সহভাগিতা ৩। ধর্মপল্লী হিসেবে পালকীয় সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের উপর উন্মুক্ত আলোচনা। ৪। পবিত্র খ্রিস্টযাগ এবং এতে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাঃ পাত্রাস হাঁসদা উত্তর ভিকারিয়ার আহ্বায়ক ৫। পরিশেষে সকলের প্রতি ধর্মপল্লীর পাল-পুরোহিতের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দিবসটির আহারের মাধ্যমে সেমিনারের কর্মসূচীর সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাঃ সমর দাংগ ও.এম.আই.

Please follow and like us: