“যা কিছু তুমি করেছ অবহেলিত ভাইয়ের প্রতি করেছ তা-ই আমার প্রতি” এই স্লোগানকে সামনে রেখে বিগত ১৮ জানুযারি আনন্দঘন পরিবেশে মুক্তিদাতা হাইস্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে সকল ধর্মের অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকার জেনারেল রাজশাহী ধর্মপ্রদেশ, মুক্তিদাতা হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মহোদয় শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি।

অতিথিদের আসন গ্রহণ ও উদ্বোধনী সংগীত “যা কিছু তুমি করেছ অবহেলিত ভাইয়ের প্রতি করেছ তা-ই আমার প্রতি”  দ্বারা অতিথিদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের প্রথমেই সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস সবিতা মারান্ডী। তিনি তার বক্তব্যে বলেন, এই শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের পাশে আমাদের প্রত্যেকেরই উচিত সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব।

প্রধান অতিথিও তার বক্তব্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে, এই ধরনের মহতি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। গরীব অসহায় মানুয়ের পাশে দাঁড়ানো এবং সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকলেরই নৈতিক দায়িত্বের মধ্যে পরে। তাই সকলকে এই ধরনের কাজে এগিয়ে আসতে প্রধান অতিথি সকলকে বিশেষ ভাবে আহবান করেন। বিদ্যালয়ে এই ধরনের মানবিক কাজে উৎসাহ প্রদান করে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তিনি আমাদের পাশে সবসময়ই থাকবেন।

সভাপতি মহোদয়ও তার বক্তব্যে বলেন, আমরা যেন আমাদের সামর্থ্য অনুসারে গরীব-দুঃখী ভাই-বোনদের সাহায্য করতে এগিয়ে আসি। মহান সৃষ্টিকর্তা আমাদের যতটুকু দিয়েছেন তা দিয়েই যেন গরীব মানুষের পাশে থাকার আহবান জানান।

এই খানে উল্লেখ্য যে, Osman Group of Industries, 98 Batch, St. Placid’s School & College, Chattogram, এবং মুক্তিদাতা হাই স্কুলের যৌথ সম্বনয়ে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শীতে ১২৫ পরিবার শীত বস্ত্র পেয়ে (কম্বল) সকলের আনন্দ মনে বাড়ী চলে যান।

বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন লূক পিউরীফিকেশন

Please follow and like us: