হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ‘ফ্রেসারস্ রিসেপশন’ (নবীন বরণ) (নার্সারি থেকে নবম শ্রেণি) অনুষ্ঠান ১৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার, ২০২৪ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের প্রথমে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও তিন ধর্মের ধর্মগ্রন্থ পাঠ করা হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বরণ করে নেয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধেয় অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে পড়ার লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করেন।
শ্রদ্ধেয় উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ ব্লেইজ পিউরিফিকেশন, সিএসসি হলি ক্রসের মূল মন্ত্র এবং নিয়মনীতি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করেন।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে ভর্তি এবং পড়াশোনার অভিজ্ঞতা ও ইচ্ছা ব্যক্ত করে।
সবশেষে হলি ক্রস, রাজশাহী পরিবারের পক্ষ থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সঙ্গীতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গৌরবোজ্জ্বল অর্জনের জন্য ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিহা ইসলামকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : হিলারিউস মুরমু