২৫ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল – ক্রীড়াই বাড়াই মনোবল।’ এই মূলসুর নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. অলীউল আলম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, বিশপ, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি, অধ্যক্ষ, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।

অনুষ্ঠানে প্রথমেই ছিল জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে ক্রীড়া’র মশাল জ্বালানো, কবুতর ও বেলুন উড়ানো প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্রীড়ার প্রতি অংশগ্রহণ, উৎসাহ ও উদ্দীপনার পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে শিক্ষা ক্রীড়ার প্রতি মনোযোগী হতে বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে পাঠ্য বই পড়াশোনার পাশাপাশি সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার প্রতি আগ্রহ’র কথা উল্লেখ করেন।

অধ্যক্ষ মহোদয় হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র ক্লাসের পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উপর গুরত্বারোপ করেন। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী – ২০২৪ খিস্টাব্দ সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : হিলারিউস মুরমু

Please follow and like us: