গত ২৬ জানুয়ারি কলিমনগর, পবিত্র পরিবার ধর্মপল্লীর পর্বদিবস উদযাপন করা হয়। পর্বদিনের খ্রিস্টযাগ উৎসর্গ করেন সাবেক পাল-পুরোহিত ফাদার হেনরী পালমা। তাঁর সহাপির্ত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর নবাগত পাল-পুরোহিত ফাদার উইলিয়াম মুরমু, ফাদার মার্কুশ মুরমু, ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার নবীন পিউস কস্তা, ফাদার প্রশান্ত আইন্দ, ফাদার অনীল মারান্ডী এবং ফাদার ডমিনিক, পিমেসহ ধর্মপল্লীতে কর্মরত ৩ জন সিস্টার ও প্রায় ৩৫০ খ্রিস্টভক্ত।

খ্রিস্টযাগের উপদেশে ফাদার হেনরী পালমা বলেন, পরিবার হলো ঈশ্বরের পরিকল্পনার একটি নিদর্শন। ঈশ্বর মানুষকে সৃষ্টি করে প্রথম যে প্রতিষ্ঠান দান করেছেন সেটিই হচ্ছে পরিবার জীবন। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের আদি পিতা-মাতা আদম ও হবা’র মধ্যদিয়েই ঈশ্বর প্রথম এই পরিবার জীবনের সূচনা করেছেন। ঈশ্বরের পরিকল্পনায় একটি পরিবার সুন্দর সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে। তাঁরই পরিকল্পনায়ই একটি পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করে। আর সেজন্যই ঈশ্বর পরিকল্পনা করে এই পরিবার দিয়েছেন যেন মানুষ সুখি হয়। তাইতো ঈশ্বর মানুষকে সৃষ্টির সর্বোত্তম করে সৃষ্টি করেছেন। পরিবারে বসবাস করার জন্য যে গুণগুলো দরকার তা হলো বিশ্বাস, আশা, ভালোবাসা, ক্ষমা, পুনর্মিলন ইত্যাদি।

একটি পরিবারের মধ্যে থাকতে হয় পবিত্রতা। পবিত্র থাকতে হলে দরকার প্রার্থনার। কেননা প্রার্থনার মধ্যদিয়েই ঈশ্বরের সঙ্গে মানুষের যোগাযোগ বা সম্পর্ক স্থাপন হয়। তাই বলা যায়, যোগাযোগই হলো প্রার্থনা। পরিবারের মধ্যদিয়েই ঈশ্বর তাঁর পুত্রকে মানুষের মধ্যে দান করেছেন আর এই পরিবারের আদর্শ হলো যিশু, মারিয়া ও যোসেফের পরিবার যাকে আমরা পবিত্র পরিবার বলে থাকি।

পবিত্র খ্রিস্টযাগের পর পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার উইলিয়াম মুরমু সকলকে এই পর্বীয় খ্রিস্টযাগে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: