গত ২৮ জানুয়ারি খ্রিস্টাব্দ সাধু পিতরের ধর্মপল্লী, মুশরইলে “এই শিশুদের মতো যারা, ঐশ্বরাজ্য যে তাদেরই” এই মূলসুরকে কেন্দ্র করে পালিত হলো শিশুমঙ্গল দিবস- ২০২৪। রবিবার সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার লিটন ডমিনিক কস্তা এবং সহার্পিত যাজক ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ।
পবিত্র খ্রিস্টযাগের পর অনুষ্ঠানের ১ম পর্বে আনন্দ রেলির মধ্যদিয়ে ফাদার এ কান্তন মিলানায়তনে সকলে প্রবেশ করেন। আসন গ্রহণের পর প্রদীপ প্রজ্জলন করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ, সাধু পিতরের সেমিনারীর পরিচালক ফাদার শ্যামল জেমস্ গমেজ, আধ্যাত্মিক পরিচালক ফাদার অনিল মারাণ্ডী, সিস্টার ইমেল্ডা রোজারিও, ওএসএল, ১জন এনিমেটর ও ১জন অংশগ্রহণকারী।
উদ্বোধনী নৃত্যের পর স্বাগত বক্তব্য রাখেন পাল-পুরোহিত ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ। মূলসুর “এই শিশুদের মতো যারা, ঐশ্বরাজ্য যে তাদেরই” এর উপর উপস্থাপন করেন ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ।
দুপুরের আহারের পর শুরু হয় অনুষ্ঠানের ২য় পর্ব “পবিত্র বাইবেল ভিত্তিক কুইজ প্রতিযোগীতা ও খেলাধুলা”। এতে অংশগ্রহণ করে বিভিন্ন গ্রামের শিশুমঙ্গল ছাত্র-ছাত্রী ও এনিমেটরগণ। প্রতিযোগীতার শেষে পাল-পুরোহিত ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ এর সমাপনী বক্তব্য ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় শিশুমঙ্গল দিবস-২০২৪। সারাদিন ব্যাপি এই আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণকারীসহ ফাদার, সিস্টার, সেমিনারীয়ান, শিক্ষক ও সেচ্ছা সেবক মিলে মোট ১৫০ জন উপস্থিত ছিলেন।
শিশুমঙ্গল দিবস অনুষ্ঠানের অংশগ্রহণ করে প্রশান্ত বিশ্বাস বলেন, অনেক প্রস্তুতি নিয়ে আমরা পালন করেছি শিশুমঙ্গল দিবস। আজকের দিনটি অনুকুলে থাকায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই সুন্দর অনুষ্ঠান করতে যারা কঠোর পরিশ্রম ও ভূমিকা পালন করেছে তাদেরও ধন্যবাদ জানাই।
অংশগ্রহণকারী ঝর্ণা বিশ্বাস বলে, আমি ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী। শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। অন্যদের মত আমিও প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছি। মূলসুরের উপর শ্রদ্ধেয় ফাদারের উপস্থাপনা খুবই প্রাণবন্ত ছিল যা সবাইকে আকৃষ্ট করেছে। প্রত্যাশা রাখি ভবিষ্যতেও যেন এরকম আরোও উদ্যোগ গ্রহণ করা হয়।
বরেন্দ্রদূত রিপোটার: ফাদার অনিল মারাণ্ডী, সাধু পিতরের সেমিনারী, মুশরইল।