গত ৪ ফেব্রুয়ারি সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে এস. এস. সি পরীক্ষার্থীদের (ব্যাচ ২৪) আশির্বাদ ও প্রেরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন মিঠু, সহকারী কমিশনার (ভূমি), বড়াইগ্রাম, নাটোর। বিশেষ অতিথি হিসেবে ফাদার দিলীপ এস. কস্তা, সভাপতি গর্ভনিং বডি সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ এবং সভাপত্বি করেন ড. ফাদার শংকর ডমিনিক গমেজ প্রিন্সিপাল সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানের শুরুতেই ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং ৬ জন এস.এস. সি. পরীক্ষার্থী।
ড. ফাদার শংকর ডমিনিক গমেজ সকলকে শুভেচ্ছা জানান এবং তিনি এস. এস. সি. পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আলোকিত মানুষ হও পরিবারের, সমাজের ও দেশের মুখ উজ্জ্বল কর। তোমাদেরকে নিয়েই আমাদের স্বপ্ন, আমাদের পথ চলা। সেন্ট যোসেফস্ থেকে যে শিক্ষা লাভ করেছ সে অনুযায়ী তোমরা জীবন যাপন করবে এবং দেশের মুখ উজ্জ্বল কর, উজ্জ্বল হোক তোমাদের ভবিষ্যৎ”।
প্রধান অতিথি বোরহান উদ্দিন মিঠু বলেন, “তোমরা সৌভাগ্যবান যে তোমরা সেন্ট যোসেফস্ এর মতো স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তোমরা সামনের দিকে এগিয়ে যাও শুভ হোক তোমাদের পথ চলা। এমন কিছু কর যাতে আমরা তোমাদের জন্য গর্ব করতে পারি। তোমরা ভাল মানুষ হও”।
বিশেষ অতিথি ফাদার দিলীপ এস, কস্তা বলেন, “বিদায় অনেক সময় কষ্টের তবে এটা আমাদের জন্য ভাল কিছু দান করেন। এ ধাপের পরেই তোমরা কলেজ জীবন শুরু করতে যাচ্ছ। এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়ে নিজের জীবন গড়ার পদক্ষেপ। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা”।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যাশী রোজারিও বলেন, “ এই বিদ্যালয়ে বিগত ৫টি বছরে আমরা অনেক কিছু পেয়েছি। শিক্ষকদের সংস্পর্শে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করি। সব কিছুর জন্য আপনাদের সকলকে জানাই ধ্যবাদ ও কৃতজ্ঞতা”।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অধ্যক্ষ মহোদয় ১২ জন এস.এস. সি. পরীক্ষার্থীদেরকে পড়ালেখা, সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন দিক বিবেচনা করে বিশেষ সন্মাননা স্মারক প্রদান করেন।
আর্শিবাদ ও শুভ কামনা অনুষ্ঠানের পর অত্র স্কুলের শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মধ্যাহ্নের আহারের পর রাজশাহী থেকে আগত বিশিষ্ট শিল্পী গ্রিন মার্টিন হাঁসদা পরিবেশন করেন।
সবশেষে সব কিছুর জন্য ফাদার পিউস গমেজ, মাধ্যমিক শাখার ইনচার্জ সকলকে সব কিছুর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : পিতর হেম্ব্রম