বোর্ণী ধর্মপল্লীতে গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ রবিবার প্রবীণদের নিয়ে সারাদিনব্যাপী আনন্দমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০জন প্রবীণ পিতা-মাতা অংশগ্রহণ করেন। রবিবাসরীয় পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে শুরু হয়।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তিনি উপদেশ সহভাগিতায় বলেন, ‘প্রবীণদের প্রতি আমরা যেন অবেহলা না করি। তারা আমাদের বোঝা নয়।’
পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি কস্তা স্বাগত বক্তব্যে সবাইকে শুভেচ্ছা এবং ধর্মপল্লীর এই সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য আলোকিত বোর্ণী: আমার গর্ব এর সদস্যদের ও অন্যান্য সহযোগীদের ধন্যবাদ জানান।
পালকীয় পরিষেদর সহ- সভাপতি বলেন, ‘আমরা যেন প্রবীণদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেই মর্যাদা দেই।’
অংশগ্রহণকারীদের মিসেস মালতী মাথিউস বলেন, আমরা আজকে অনেক আনন্দ করেছি আর আর অনেকিদন বেঁচে থাকার জন্য অনুপ্রাণিত হয়েছি। প্রবীণ হিসেবে আমরা যেন পরিবারে এই আনন্দটা নিয়ে থাকতে পারি।’
এই প্রবীন-মেলার আহ্বায়ক এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সারাদিন বিভিন্ন খেলাধুলা, সাস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দুপুরের আহারের মধ্য দিয়ে অনুষ্ঠানে পরিসমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন