গত ১১-১২ ফেব্রুয়ারি খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র রাজশাহীতে ডিকন প্রার্থী ডেভিড পিটার পালমা’র ডিকন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশস্থ ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রাণ্ডাল, রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, উন্নয়ন ও প্রশাসনিক কর্মকর্তা ফাদার উইলিয়াম মুরমুসহ বিভিন্ন ধর্মপল্লীর ফাদার-সিস্টারগণ, ডিকন প্রার্থীর আত্মীয়-স্বজন এবং খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

১১ ফেব্রুয়ারি বিকালে প্রথমে পবিত্র ঘন্টা ও পরে মঙ্গলার্শিবাদ অনুষ্ঠান করা হয়।

১২ ফেব্রুয়ারি পবিত্র খ্রিস্টযাগের মধ্যেই ডিকন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র খ্রিস্টযাগে বিশপ জের্ভাস রোজারিও প্রধান পৌরহিত্য করেন ও তাঁর সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন আর্চবিশপ কেভিন রাণ্ডাল, ৩৫ জন ফাদার-১০ জন সিস্টার এবং আত্মীয় স্বজনসহ বিভিন্ন খ্রিস্টভক্তগণ।

পবিত্র খ্রিস্টযাগের শুরুতেই বিশপ জের্ভাস রোজারিও বলেন- খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজ আমরা খুবই আনন্দিত এই জন্য যে,আমাদেরই একজন সন্তান ডেভিড পিটার পালমা তিনি ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে মণ্ডলির ও ঈশ্বরের সেবাকাজের জন্যে নিজেকে সমর্পণ করতে যাচ্ছেন। আজকে তাকে আমরা ডিকন পদে অভিষিক্ত করব। এটা যাজক পদ লাভের পূর্বের একটি ধাপ। খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমরা তাকে ডিকন পদে অভিষিক্ত করব যেন তিনি সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যাজকপদ লাভ করতে পারে। আমরা আরো বেশি আনন্দিত এই পবিত্র অনুষ্ঠানে কেননা পোপের প্রতিনিধি আর্চবিশপ ডেভিড রাণ্ডাল আমাদের দেখতে এসেছেন। তাঁকে আমরা স্বাগতম জানাই।

তিনি খ্রিস্টযাগের উপদেশে বলেন, আজকে আমরা খ্রিস্টমণ্ডলির সামনে উপস্থিত হয়ে আমাদের ও আপনাদের কাছে পুণ্য পদাভিষেক সংস্কার প্রার্থী পদে প্রবেশের জন্যে যে আবেদন করেছে আমাদের ডেভিড পিটার পালমা আমরা তাকে সাদরে গ্রহণ করছি। খ্রিস্ট আমাদের এই আদেশ দিয়েছিলেন যে, “ফসল প্রচুর কিন্তু মজুর অল্প; তাই ফসলের মালিককে মিনতি জানাও তিনি যেন তাঁর শস্যক্ষেত্রে কাজ করার জন্য লোক পাঠিয়ে দেন।” আমাদের এই ভাইও জানে যে, প্রভু তার অনুসারীদের জন্যে কত চিন্তা-ভাবনা করেন। মণ্ডলিতে যখন প্রবক্তাদেরকে বাণী ঘোষণার জন্য আহ্বান করা হতো তখন প্রবক্তাগণ এইভাবে তার প্রতি উত্তরে বলতেন, “এইতো আমি এখানে আমাকে পাঠাও।” আমি বিশ্বাস করি আমাদের ডেভিড পিটার পালমা’ও একই বাণী তার অন্তরে উপলব্দি করে ব্যক্তিগত জীবন আহ্বানে বিশ্বস্তভাবে সাড়া দিতে পারবে।

আর্চবিশপ কেভিন রাণ্ডাল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, মণ্ডলিতে ডিকনের একটা বিশেষ ভূমিকা ও সেবা দায়িত্ব রয়েছে। ফিলিপ্পীয়দের কাছে সাধু পলের পত্রের মধ্যে স্পষ্টভাবে প্রকাশ পায় যে, মণ্ডলিতে বিশপদের সাথে ডিকনদের সেবাকাজের একটা বিশেষ তাৎপর্য আছে। সাধু পল তার পত্রে লিখেছেন যে, মণ্ডলিতে ডিকনরা কিভাবে তাদের সেবাদায়িত্ব পালন করবে। সাধু তিমথির পত্রের মধ্যে আমরা খুঁজে পাই সেই দৃষ্টান্ত। পরিষেবক যারা তারা যেন কোন কিছুর জন্য আসক্ত না হয়। বিশ্বাসের যে নিগুঢ় রহস্য সেটাতে জীবন যাপন ক’রে এবং সেই সাথে সেটা প্রচার করে। তিনি আরো বলেন, ডেভিড পিটার তোমার মা-বাবা আত্মীয়-স্বজন পরিবার পরিজন এবং এখানে উপস্থিত সকলের প্রতি আমার বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তুমি যেন মণ্ডলিতে সুন্দরভাবে সেবা দিতে পারো ঈশ্বর যেন সেই আশির্বাদ দান করেন। বিশপ জের্ভাস এবং আমি অনেক খুশি এবং শুভেচ্ছা জানাচ্ছি মণ্ডলিতে তুমি যে গঠন পেয়েছো সেটা যেন তোমার গঠন জীবনে বাস্তবায়িত করতে পারো।

ডিকন প্রার্থী ডেভিড পিটার পালমা সকলকে ধন্যবাদ জানিয়ে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আনন্দময়ী এ দিনটি আমার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর দিন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রথমত পিতা পরমেশ্বরকে কেননা আমি অযোগ্য থাকা সত্বেও তিনি আমাকে আকড়ে ধরেছেন আমাকে বেঁছে নিয়েছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিওকে যিনি আমাকে গ্রহণ করেছেন সুযোগ দিয়েছেন মণ্ডলির সেবক হতে। ধন্যবাদ জানাই ভিকার জেনারেল, চ্যান্সেলর আমার গঠন জীবনের শ্রদ্ধেয় পরিচালকগণ শ্রদ্ধেয় আধ্যাত্মিক পরিচালকগণ এবং সেই সাথে আমার শিক্ষক মণ্ডলিকে যারা সর্বদা আমার খ্রিস্টীয় পথে চলতে আমাকে সাহায্য করেছেন। কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ফাদার পল গমেজ, শ্রদ্ধেয় ফাদার প্রেমু রোজারিও, শ্রদ্ধেয় ফাদার সুশান্ত কস্তা, শ্রদ্ধেয় ফাদার স্ট্যানলি কস্তা, শ্রদ্ধেয় ফাদার বুলবুল রিবেরু, শ্রদ্ধেয় ফাদার সাগর কোড়াইয়া, আমার বাবা-মা, আত্মীয়-স্বজন যারা আমাকে সর্বদাই সমর্থন করেছে। বিশেষ করে আমি যখন বাহিরে ছিলাম তাদের কাছ থেকে আমি অনেক অনেক সমর্থন, পরামর্শ ও আশির্বাদ পেয়েছি। আমি আজকের এই বিশেষ দিনে আপনাদের কাছে প্রার্থনা কামনা করি, আশির্বাদ যাচ্না করি।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: