গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার সাধু পিতরের ধর্মপল্লী, মুশরইলের সন্তোষপুর গ্রামে পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার ও অনুষ্ঠান করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশীয় রোজারী মিনিস্ট্রি’র পক্ষ থেকে ও ধর্মপল্লীর উদ্যোগে বিভিন্ন গ্রামের মায়েদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভিন্ন গ্রাম থেকে অংশগ্রহণকারী মায়েদের সংখ্যা ছিল ১৬০ জন, স্বেচ্ছাসেবক ১০ জন , ফাদার ৩ জন এবং সিস্টার ২ জনসহ মোট অংশগ্রহণকারী ছিল ১৭৫ জন।
দিনের কার্যক্রম শুরু হয় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে । সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভূমি কমিটির প্রধান ফাদার লিটন ডমিনিক কস্তা। খ্রিস্টযাগে আরও উপস্থিত ছিলেন মুশরইল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রশান্ত টি. আইন্দ ও সাধু পিতরের সেমিনারীর আধ্যাত্মিক পরিচালক ফাদার অনিল মারাণ্ডী।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার, “মা মারিয়ার ভূমিকা ও জপমালা প্রার্থনার গুরুত্ব” তুলে ধরেন। খ্রিস্টযাগের পর সকাল ১০:৩০ ঘটিকায় ছিল আসন গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে পাল-পুরোহিত ফাদার প্রশান্ত টি. আইন্দ সকলকে শুভেচ্ছা-স্বাগতম জানান এবং দিনের তাৎপর্য তুলে ধরে দিনটিকে সার্থক-সুন্দর করতে সকলকে আহ্বান জানান। ধর্মপল্লীর সিস্টার ইনচার্জ ইমেল্ডা রোজারিও শুভেচ্ছা বক্তব্যে জপমালা প্রার্থনার গুরুত্ব তুলে ধরে দিনের কর্মসূচীর সাফল্য কামনা করেন।
মূলসুর : “এসো জপমালা করি-কুমারী মারিয়ার আদর্শে জীবন গড়ি”-এ মূলসুরের বিষয়ে সহভাগিতা করেন ফাদার প্রশান্ত টি. আইন্দ। তিনি বাস্তব উদাহরণ, মারিয়ার জীবনীর উপর ভিডিও ও গান দিয়ে জপমালা প্রার্থনা করতে সকলকে অনুপ্রাণিত করেন।
মিড়কামারী গ্রামের অংশকারী একজন বৃদ্ধা মা চানমনি বিশ্বাস বলেন, “ আমি এই অনষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভাল লাগছে। কারণ এখানে থেকে অনেক কিছু শুনলাম ও শিখলাম। এখন থেকে বাড়ি বাড়ি প্রার্থনা করবো, যারা অসুস্থ আছে তাদের ও বিশপ, ফাদার, সিস্টার ও সকলের জন্য প্রার্থনা করবো এবং সকলকে প্রার্থনা করতে উৎসাহিত করবো।”
সন্তোষপুর গ্রামের অংশকারী একজন মধ্যবয়স্ক মা শেফালী টুডু বলেন, “অনেক দিন পর পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার ও অনুষ্ঠান হলো আমার অনেক ভাল লাগছে । কারণ প্রার্থনা ও মা মারিয়া বিষয়ে অনেক কিছু শিখেছি যা আমার প্রার্থনা জীবন অনেক বেশী শক্তিশালী হয়েছে ও আমার বিশ্বাস অনেক গভীর হয়েছে । আর আমি প্রার্থনা করতে ভালোবাসি, এই আয়োজনের ফাদার ও সিস্টারদের অনেক ধন্যবাদ।”
অংশগ্রহণকারী যুবতী মা সৌরভী সরেন বলেন, “সেমিনারে অংশগ্রহণ করে মা মারিয়ার বিষয় ও পারিবারিক প্রার্থনা বিষয়ে জানতে পেরে আমরা সত্যিই প্রার্থনা করতে অনেক অনুপ্রাণিত হয়েছি, তবে আজ থেকে আমি ব্যক্তিগত ভাবে পবিারের সকলে মিলে প্রতিদিন জপমালা প্রার্থনা করবো এবং অন্যদেরও উৎসাহিত করবো জপমালা করতে।”
মধ্যাহ্ন ভোজের পর মায়েদের নিয়ে খেলা-ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খেলা-ধুলা বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় । পাল-পুরোহিত ফাদার প্রশান্ত টি. আইন্দ পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মধ্য দিয়ে ঐ দিনের সেমিনার সমাপ্ত হয়।
রিপোর্টার : ফাদার অনিল মারাণ্ডী, সাধু পিতরের ধর্মপল্লী, মুশরইল