ফাদার সুনীল রোজারিও। বরেন্দ্রদূত প্রতিনিধি
ভাটিকান সিটি
পোপ ফ্রান্সিস সম্প্রতি তাঁর দূতসংবাদ শেষে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেছেন, “শান্তি, গোটা মানব পরিবারের দায়িত্ব।” “প্রত্যেকের জন্য আমি ঈশ্বরের আর্শিবাদ যাচ্না করি” তিনি বলেন, “আমি আপনাদের শান্তির জন্য প্রার্থনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যার জন্য বিশ্ব অধীর অপেক্ষায় আছে এবং এই প্রার্থনা অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অধিক প্রয়োজন।” এদিকে ভাটিকান থেকে অন্য একটি খবরে পোপ ফ্রান্সিস তাঁর তপস্যাকালীন বাণীতে প্রায়শ্চিত্তের মধ্যদিয়ে নিজেদের তৈরি করার আহ্বান জানিয়েছেন। তাঁর তপস্যাকালীন বাণীর মূল বিষয় হলো, “মরুভূমির মধ্যদিয়ে ঈশ্বর আমাদের উদ্ধার পরিচালিত করেন।” “আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হ’তে, দাস-গৃহ হ’তে তোমাকে বের ক’রে এনেছি (যাত্রা ২০:২)।” এটা ছিলো সিনাই পর্বতে মোশীকে দেওয়া ঈশ্বরের প্রথম বার্তা। যারা সে সব শুনেছে তাদের কাছে ঈশ্বরের প্রকাশিত যাত্রার বার্তা ছিলো সুপরিচিত: তাদের দাসত্বের অভিজ্ঞতা ছিলো তখনোও ভারী। মরুভূমিতে তারা পেয়েছিলো “দশটি বাক্য” যা তাদের জন্য ছিলো মুক্তির পথ। আমরা যাকে বলি “আজ্ঞা” যার মধ্যদিয়ে জোর দেওয়া হয় মানুষকে গঠিত করার জন্য ঈশ্বরের ভালোবাসার শক্তিকে। তপস্যাকালে আমরা প্রার্থনা, দান ও উপোসের মধ্যদিয়ে নিজেদের পুনরুত্থান উৎসবের জন্য প্রস্তুত করে তুলি।
পাকিস্তান- ১
পাকিস্তানের হায়দরাবাদের বিশপ এবং পাকিস্তান বিশপ সম্মেলনীর সভাপতি বিশপ সামসন সুকারদিন পাকিস্তানের নির্বাচনে খ্রিস্টানদের অংশগ্রহণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, দেশের খ্রিস্টানদের অবশ্যই জাতীয় পর্যায়ে একটি রাজনৈতিক দল থাকতে হবে। তিনি বলেন, খ্রিস্টানদের একটা বড় অংশ ভোটের তালিকার মধ্যে নেই। গোটা দেশে এমন প্রায় ২০টি অঞ্চল রয়েছে যেখানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু সেসব এলাকায় নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না। বিশপ বলেন,“আমাদের দেশের খ্রিস্টান জনগণ এখনোও তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন নন।” সম্প্রতি পাকিস্তানে জাতীয় নির্বাচনে খ্রিস্টানদের প্রতিনিধিত্ব নিয়ে বিশপ সামসন এইসব মন্তব্য করেছেন। পাকিস্তানে রয়েছে মোট ৭টি ধর্মপ্রদেশ এবং ক্যাথলিকদের সংখ্যা প্রায় ২৬ লাখ।
পাকিস্তান- ২
পাকিস্তানের খ্রিস্টান নাগরিক পিটার জেকোব, দেশে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার নিয়ে কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক স্বাধীনতা সনদ লাভ করেছেন। পাকিস্তানের বিচারপতি নাসির ইকবাল এই অর্জনকে পাকিস্তানের জন্য একটা আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। পাকিস্তানে মানবাধিকার ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে পিটার জেকোব গত ৩৫ বছর ধরে কাজ করে আসছেন। বিচারপতি নাসির ইকবাল পাকিস্তানের জন্য তার এই নিরলস কাজ ও অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, দেশের আপামর জনগণের জন্য এটা একটা বড় শিক্ষা।
ফিলিপাইন
মানব পাচার রোধের জন্য ফিলিপাইনের তালিথা কুম ফিলিপিন্স সংস্থা সরকারের কাছে জোড়ালো আবেদন জানিয়েছেন। তালিথা কুম আন্তর্জাতিক সংস্থার ফিলিপাইন শাখার ক্যাথলিক সিস্টারগণ দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মানব পাচার রোধ করার জন্য সরকারদের কাছে উপযুক্ত নীতি তৈরির আহ্বান জানিয়েছেন। মেনিলার কেজন সিটিতে অবস্থিত শান্তির রাণী মারিয়ার চত্বরে অনুষ্ঠিত এক কর্মশালায় এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। উক্ত অধিবেশনে, ক্যাথলিক বিশপ সম্মেলনী, ফিলিপাইনের জাতীয় চার্চ পরিষদ, পিলিপাইন এভানজেলিক্যাল চার্চ পরিষদ এবং অন্যান্য পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। পোপ ফ্রান্সিস এই বিষয়ে তাঁর বাণীতে “মর্যাদার সঙ্গে যাত্রা, যার মধ্যদিয়ে বাস্তবায়িত স্বপ্ন এবং কর্মযজ্ঞ” স্থাপনের আহ্বান জানিয়েছে। প্রতিবছর মধ্যপ্রচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মানব পাচার হয়ে আসছে যার কোনো বৈধ পরিসংখ্যান নেই।
সিরিয়া
সিরিয়ার রাজধানী দামেস্কের মেরোনাইট আর্চবিশপ সামির নাসের বলেছেন, গাজা যুদ্ধ আঞ্চলিক সংঘাতের সৃষ্টি করলেও এখন গোটা বিশ্বেই এর প্রভাব পড়ছে। মধ্যপ্রচ্যের দেশগুলোর মধ্যে বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, জর্ডান, ইয়েমেন এবং মিসর দেশের উপর গাজা যুদ্ধের প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। আর্চবিশপ বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে অস্ত্রধারি হুতিদের আক্রমণের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন বেড়ে যাচ্ছে। অন্যদিকে কোনো কোনো দেশের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা অত্র অঞ্চলের জনগণের সাধারণ জীবন যাত্রা কষ্টের সীমা অতিক্রম করছে। আর্চবিশপ নাসের তাঁর তপস্যাকালীন বাণীতে বলেন, জনগণের স্বপ্ন এখন একটা নিষেধাজ্ঞা এবং হতাশা ছাড়া আর কিছুই নয়। সিরিয়াতে তপস্যাকাল এবং প্রায়শ্চিত্ত এখন নিত্যদিনের ইতিহাস। তিনি বলেন, গত প্রায় ১৩ বছর ধরে তার দেশের জনগণ প্রাত্যহিক প্রায়শ্চিত্তের মধ্যদিয়ে জীবন অতিবাহিত করছেন। আর্চবিশপ বিশ্ব সম্প্রদায়কে যুদ্ধ বন্ধের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মিয়ানমার
“শান্তি হলো একটি পথ যা সংলাপের মধ্যদিয়ে অর্জন করতে হয়।” মিয়ানমারের বিশপদের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিস বলেন, “ধ্বংসের মরনাস্ত্রকে অবশ্যই মানবতা ও ন্যায্যতার হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। পোপ মর্মাহত যে গত প্রায় তিন বছর ধরে মিয়ানমারে ধ্বংস যজ্ঞ চলে আসছে। তিনি বিশপদের বলেন, “কান্না এবং অস্ত্রের শব্দকে হাসির শব্দে পরিণত করতে হবে।” পোপ বলেন, অস্ত্রের হুমকী দিয়ে বিশ্বের কোথায়ও শান্তি স্থাপন সম্ভব নয়। তিনি বলেন, শান্তি স্থাপন করতে হলে প্রয়োজন সংলাপ। মিয়ানমারে যারা অস্ত্র হাতে শান্তি স্থাপনের জন্য প্রাণহাণি ঘটাচ্ছেন, তাদের সংলাপে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
জর্ডান
জর্ডান কারিতাসের পরিচালক ওয়ায়েল সুলেইমান বলেছেন, গাজা ভূ-খন্ডের একমাত্র আশা সেখানে সাহায্যদান। বর্তমানে জর্ডানে সবচেয়ে বেশি ফিলিস্থিনি স্মরণার্থী রয়েছে এবং যদি তাদের সাহায্য বন্ধ করে দেওয়া হয় তবে সেটা হবে একটা অর্থহীন সিদ্ধান্ত। ১৯৬৭ খ্রিস্টাব্দে ইস্রায়েল-মিসর যুদ্ধের পর ফিলিস্থিনি স্মরণার্থীদের সাহায্য করার জন্য জর্ডানের রাজধানী আম্মানে কারিতাস স্থাপন করা হয়েছিলো। সুলেইমান বলেন, জর্ডানে ফিলিস্থিনিদের সংখ্যা ফিলিস্থিনী ভূ-খন্ড থেকে বেশি। তিনি বলেন, জর্ডানের ২৬টি কেন্দ্রে তাদের চারশত কর্মী দুই লক্ষ্য স্মরণার্থী দেখাশুনা করছেন। তারা স্মরণার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা ও বিদ্যালয় পরিচালনা করে আসছে। কারিতাস ক্যাথলিক চার্চের একটি বেসরকারি সাহায্য সংস্থা।
বাংলাদেশ
পোপ ফ্রান্সিস গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহাধর্মপ্রদেশের জন্য একজন সহকারি বিশপের নাম ঘোষণা করেছেন। তেঁজগাও ধর্মপল্লীল পাল-পুরোহিত ফাদার সুব্রত বনিফাস গমেজকে ১৫ ফেব্রুয়ারি পুণ্যপিতা ফ্রান্সিসের বাংলাদেশস্থ প্রতিনিধি আর্চবিশপ কেভিন রেনডাল ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারি বিশপ হিসেবে ঘোষণা করেন। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ, যাজক, ব্রতধারিনী এবং ভক্তজনগণের পক্ষ থেকে নব মনোনীত বিশপকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে তাঁর সুন্দর ভবিষ্যত কামনা করি।