সেন্ট লুইস উচ্চ বিদ‍্যালয়, জোনাইল, বড়াইগ্রাম এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস -২০২৪ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্যতা ও আনন্দ-উৎফুল্ল সহকারে পালন করা হয়। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে শহীদের আত্মার কল্যাণে প্রার্থনা করা হয়। প্রথমে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এরপর প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধেয় ফাদার, সিস্টার  ও শিক্ষক মণ্ডলি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

অনুষ্ঠানের শুরুতেই  সহকারী প্রধান  শিক্ষক  মি: মার্টিন  মিলন  রড্রিক্স সকলকে রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ২১ শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে উক্ত বিষয়ের উপর তাৎপর্য পূর্ণ সহভাগিতা করেন। তিনি বলেন,’ আজ আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবস। মহান অমর একুশে। বুকের রক্ত দিয়ে যারা মায়ের মুখের ভাষার মর্যাদা রক্ষা করেছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। দেশ প্রেম ও ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’ 

এরপর আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাস ভিত্তিক প্রস্তুতকৃত দেয়ালিকা  উদ্বোধন,  সাংস্কৃতিক অনুষ্ঠান,  প্রতিযোগিতা পুরস্কার প্রদানের মাধ্যমে  প্রতিষ্ঠানের সহকারী  প্রধান শিক্ষক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন
Please follow and like us: