গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, সাধু ইউজিনের গির্জা, লক্ষণপুর ধর্মপল্লীতে জপমালা ও পরিবার বিষয়ক সেমিনার করা হয়। সেমিনারে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল “যে পরিবার একত্রে প্রার্থনা করে, সেই পরিবার একত্রে বাস করে”।
ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রতিনিধিগণ, ধর্মপল্লী পরিচালনা পরিষদের সদস্যগণ, গ্রামের গির্জা মাস্টার বা প্রার্থনা পরিচালকগণ, এবং যুবক-যুবতীসহ মোট ৯০ জন এই সেমিনারে সক্রিয় অংশগ্রহণ করেন।
সেমিনার শুরু করার পূর্বে শ্রদ্ধেয় ফা: রুবেন ম্যানুয়েল গমেজ সি.এস.সি. কে (সেমিনারের পরিচালক ও বক্তা) খ্রিস্টভক্তগণ বরণ করে নেন। সেমিনারের কর্মসূচীর প্রথমে ছিল প্রার্থনা অনুষ্ঠান, এবং দ্বিতীয় ভাগে জপমালা প্রার্থনা ও এর গুরুত্ব। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে স্বর্গীয়া মা মারিয়ার ভূমিকা ও প্রভাব এবং সন্তানদের প্রতি মা মারিয়ার ভালবাসা, অনুগ্রহ ও দর্শন দান।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফা: রুবেন ম্যানুয়েল গমেজ সি.এস.সি.। তিনি তার সহভাগিতায় সকলকে প্রতিদিন পরিবারে জপমালা প্রার্থনা করতে উৎসাহ দান করেন। কেননা, জপমালা প্রার্থনার করার মাধ্যমে সকলে মা মারিয়ার আশীর্বাদ লাভ করেন। তাই প্রত্যেক পিতামাতাকে প্রার্থনাশীল ও আদর্শবান হওয়ার আহ্বান জানান, যেন তারা তাদের সন্তানদেরকে খ্রিস্টীয় আদর্শে লালন-পালন করতে পারেন।
খ্রিস্টযাগের পর সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফা: সমর দাংগ ও.এম.আই. এবং দুপুরের আহারের মাধ্যমে সেমিনারের সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সমর দাংগ ও.এম.আই.