গত ১১-১২ মে ২০২৪ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে ‘ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হৃদয়ের জ্ঞান পরিপূর্ণ মানব যোগাযোগ ‘ মূলসুরকে কেন্দ্র করে ৩১ জন যুবক- যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হলো মিডিয়া বিষয়ক কর্মশালা ও ৫৮ তম বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার নিখিল এ গমেজ, কো- অর্ডিনেটর, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিস, ফাদার সুনীল দানিয়েল রোজারিও, পরিচালক, রেডিও জ্যোতি, শ্রদ্ধেয় ফাদার বাবলু কোড়াইয়া, আহ্বায়ক, ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশন।

১১ই মে রোজ শনিবার ছোট প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশপ মহোদয়ের নামে কর্মশালার শুভ উদ্বোধন করেন শ্রদ্ধেয় ফাদার বাবলু কোড়াইয়া। তিনি তার উদ্বোধনী বক্তব্য বলেন, আমাদের ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের একটি স্বপ্ন ও উদ্দেশ্য রয়েছে তোমাদের নিয়ে। আমরা চাই আমাদের সমাজে একজন দক্ষ লেখক তৈরি করতে আর তাই প্রতিবছর রাজশাহী ধর্মপ্রদেশ এ প্রোগ্রামের আয়োজন করে থাকে। আমাদের ধর্মপ্রদেশে বরেন্দ্রদূত নামে একটি অনলাইন ও অফলাইন পত্রিকা রয়েছে যার মাধ্যমে তোমরা তোমাদের ধর্মপল্লীর যেকোন সংবাদ এবং যুগোপযোগী লেখা প্রকাশ করতে পার। তোমাদের লেখালেখির মাধ্যমে আমাদের ধর্মপ্রদেশের এ পত্রিকা আরো শক্তিশালী হবে বলে আমি মনে করি। পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন তাই তার নামে আমি এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি।

রেডিও স্ক্রিপ্ট লেখন পদ্ধতি ও কলাকৌশল সম্পর্কে শ্রদ্ধেয় ফাদার দানিয়েল সকলকে সন্মুখ ধারনা প্রদান করেন এবং বলেন, আমাদের ধর্মপ্রদেশে একটি রেডিও জ্যোতি রয়েছে আর এটা তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ফাদার নিখিল এ গমেজ, সংবাদ ও ফিচার কী, সংবাদ ও ফিচার লেখার পদ্ধতি ও কলাকৌশল নিয়ে আলোচনা করেন এবং তার নির্ধারিত ক্লাসের উপর সকলকে দলীয় কাজ প্রদান করেন। তিনি সকলকে লেখালেখি করার জন্য উৎসাহিত করেন । তার ক্লাসের মাধ্যমেই অনেকে ফিচার লেখার ধারণা লাভ করেন।

১২ মে রোজ রবিবার প্রভু যিশুর স্বর্গারোহণ মহাপর্ব ও ৫৮ তম বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস উপলক্ষে খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার সুনীল দানিয়েল রোজারিও এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন ফাদার নিখিল গমেজ ও ফাদার বাবলু কোড়াইয়া। খ্রিস্টযাগের উপদেশ বাণীতে শ্রদ্ধেয় ফাদার বিশ্ব যোগাযোগ দিবস, স্বর্গারোহণ পর্ব ও মা দিবসের ওপর সহভাগিতা করেন।

খ্রিস্টযাগের পরে সকালের অধিবেশনে শ্রদ্ধেয় ফাদার সুনীল দানিয়েল রোজারিও পুণ্যপিতা পোপ মহোদয়ের বাণীর ওপর সহভাগিতা করে বলেন, পুণ্যপিতা পোপ মহোদয় এ বছর যোগাযোগ দিবস উপলক্ষে যে বাণী দিয়েছেন তার মূলকথা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও হৃদয়ের জ্ঞান : পরিপূর্ণ মানব যোগাযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে যন্ত্রের জ্ঞানকে বুঝানো হয়। যন্ত্রের শিক্ষা কখনো প্রকৃত শিক্ষা হতে পারে না তাই পুণ্যপিতা পোপ মহোদয় আমাদের অনুরোধ করেন আমরা যেন যন্ত্রের দ্বারা পরিচালিত না হই।

দ্বিতীয় অধিবেশনে ফাদার সাগর কোড়াইয়া ‘ব্যক্তিজীবনে নিজের লেখালেখির অভিজ্ঞতা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুফল – কুফল’ সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, লেখালেখির জন্য জ্ঞানের চেয়ে বেশি প্রয়োজন কল্পনাশক্তি। লিখতে চাইলে পড়তে হবে এবং জানতে হবে।

পরে ফাদারগণ ও অংশগ্রহণকারী সকলে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতের জন্য বাস্তববাদী ও যুগোপযোগী পরিকল্পনা করা হয়।

প্রোগ্রামে অংশগ্রহণকারী একজন যুবক আইনালিউস তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আগে রিপোর্টিং বিষয়ে তেমন ধারণা ছিল না তবে এ প্রোগ্রামে এসে তা শিখতে পেরেছি।

আরেকজন অংশগ্রহণকারী যুবতী শ্রেয়া মন্ডল বলেন, এ প্রোগ্রামে এসে একজন লেখক হওয়ার জন্য যে সকল কৌশল ও গুণ থাকা প্রয়োজন তা শিখেছি। ভবিষ্যতে এ ধরনের সেমিনার আমাদের মেধা বিকাশে সহায়তা করবে বলে আমি মনে করি। তাই যারা এ প্রোগ্রাম আয়োজন করেছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পরিশেষে ফাদার বাবলু কোড়াইয়া সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ৫৮ তম বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস আমরা সফলভাবে উদযাপন করতে পেরেছি। তাই প্রথমতঃ ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সেইসাথে পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, অন্যান্য ফাদার- সিস্টারগণ এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমরা যা কিছু শিখেছো তা অন্যদের শিখাবে এবং প্রতিনিয়ত নিউজ ও লেখা পাঠিয়ে নিজের মেধাকে বিকশিত কর। মনে রাখবে পেয়েছি হওয়ার জন্য হয়েছি দেওয়ার জন্য। আবারও সবকিছুর জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বরেন্দ্রদূত রিপোর্টার : ডানিয়েল লর্ড রোজারিও

Please follow and like us: