গত ২৬ থেকে ২৮ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হল রেডিও প্রোডাকশন এবং ব্রডকাস্টিং প্রোগ্রাম। এর মূলসুর ছিল “প্রৈরিত্রিক কাজে গণমাধ্যমের গুরুত্ব।” ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের আয়োজনে এই অনুষ্ঠানটি করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও খ্রিস্টযাগে তাঁর উপদেশে বলেন, আমাদের প্রত্যেকে গণমাধ্যমের ব্যাক্তি হয়ে উঠতে হবে। আর আমরা যেন গণমাধ্যম ব্যবহার করে সত্যকে প্রকাশ করতে পারি। অন্যদিকে ফাদার সুনীল ডানিয়েল রোজারিও, রেডিও প্রোডাকশন, ব্রডকাস্টিং এবং স্ক্রিপ্ট লেখা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করেন । পরবর্তীতে অংশগ্রহণকারীগণ দল ভিত্তিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্ক্রিপ্ট লেখেন এবং ফাদার নিখিল এ. গমেজ, ফাদার বাপ্পি ক্রুজ এবং ফাদার বাবলু কোড়াইয়া’র সহযোগিতায় সেগুলো জ্যোতি স্টুডিও থেকে রেকর্ডিং করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ৩০ জন অংশগ্রহণকারী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হলো রেডিও প্রোডাক্সশন এবং ব্রডকাস্টিং প্রোগ্রাম
Please follow and like us: