বিগত ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের ৬৫ জন কোমলমতি এ্যাডাপ্টশন শিশুদের নিয়ে অর্ধদিন ব্যাপী এক মিলনমেলার আয়োজন করা হয়। কনকনে শীত উপেক্ষা করে বিভিন্ন গ্রাম থেকে শিশুরা ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। ধর্মপল্লীর ফাদার লিটন কস্তা, ফাদার শ্যামল জেমস্ গমেজ, সিস্টার তার্সিলা, এসসি খ্রিস্টধর্মের বিভিন্ন বিষয় ও প্রার্থনার উপর ক্লাস প্রদান করেন।
শিশুদের আনন্দকে আরো বাড়িয়ে তোলার জন্য নানা ধরণের খেলাধূলার আয়োজন করে রকমারী পুরস্কার দেওয়া হয়। কোমলমতি এই শিশুদের জন্য উপকারী বন্ধুদের দেওয়া অনুদান, সাহায্য সেবাকে স্মরণ করে তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। দুপুরের আহার গ্রহণ করার পর বড়দিনের উপহার প্রত্যেকের হাতে তুলে দেন ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার ফাবিয়ান মার্ডী।
পরিশেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিশুদের নিয়ে মিলনমেলা ও বড়দিনের এই প্রাক্ আনন্দ অনুষ্ঠান শেষ হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার শ্যামল গমেজ





